পহলগাম হামলা ও তদ্পরবর্তী অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান (IND vs PAK) আদৌ মুখোমুখি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক ও কূটনৈতিক মতবিরোধকে দূরে ঠেলে যাতে টুর্নামেন্টে অংশ নিতে রাজী হয় দুই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা তা নিশ্চিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ ঢাকাতে বৈঠক রয়েছে এসিসি’র। সেখানেই ঠিক হতে পারে এশিয়া কাপের ভবিষ্যত। এই আবহেই ইংল্যান্ডের এজবাস্টন মাঠে সম্মুখসমরে নামতে চলেছেন দুই দেশের প্রাক্তনীরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও লেজেন্ডস টুর্নামেন্টের ফাইনালে গতবার পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিলো টিম ইন্ডিয়া। আগামী রবিবার অর্থাৎ ২০ জুলাই বার্মিংহ্যামে ফের মুখোমুখি হতে দেখা যাবে যুবরাজ সিং, শাহিদ আফ্রিদিদের (IND vs PAK)। ভারতীয় সময় রাত ৯টা থেকে শুরু হবে মহারণ।
Read More: “আমায় ভাঙিয়ে পয়সা কামাচ্ছে…” বিস্ফোরক বুমরাহ, লর্ডসে পাঁচ উইকেট নিয়ে কটাক্ষ নিন্দুকদের !!
শুরু হচ্ছে WCL-এর দ্বিতীয় মরসুম-

গত বছর বেশ জনপ্রিয়তা লাভ করেছিলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025) টুর্নামেন্ট। আগামী শুক্রবার অর্থাৎ ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতার দ্বিতীয় মরসুম। এবারও সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হবে ইংল্যান্ডে। ভেন্যু হিসেবে এজবাস্টনের পাশাপাশি বেছে নেওয়া হয়েছে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ড, লেস্টারের গ্রেস রোড ও লিডসের হেডিংলে’কে। ভারত ও পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনীদের দল’ও নামবে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে। প্রথম ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে নামছেন পাকিস্তানের প্রাক্তনীরা (EC vs PC)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ২০ তারিখ ‘এল-ক্লাসিকো’ দিয়েই যাত্রা শুরু করছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (IND vs PAK)।
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের অধিনায়কত্ব এবারও সামলাবেন যুবরাজ সিং। এছাড়া সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং-এর মত তারকা রয়েছেন স্কোয়াডে। স্টার পাওয়ারের দিক থেকে পিছিয়ে নেই অন্যান্য দলগুলিও। পাকিস্তান চ্যাম্পিয়ন্সের জার্সিতে দেখা যাবে শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শাহিদ আফ্রিদি, ওয়াহার রিয়াজ, কামরান আকমলদের। অধিনায়ক হিসেবে রয়েছেন ‘দ্য প্রফেসর’ মহম্মদ হাফিজ। ইংল্যান্ডের নেতৃত্বে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইওন মর্গ্যান। স্কোয়াডে রয়েছেন ইয়ান বেল, মঈন আলি, স্যার অ্যালিস্টার কুক, রবি বোপারা’রা। ক্রিস গেইল, কিয়েরণ পোলার্ড, ডোয়েন ব্র্যাভোদের মত কিংবদন্তিতে ঠাসা ক্যারিবিয়ান শিবির। শন মার্শ, ব্রেট লি, ক্রিস লিন’দের দেখা যাবে অজি স্কোয়াডে। প্রোটিয়াদের হয়ে খেলবেন এ বি ডিভিলিয়ার্স, হাশিম আমলা, ইমরান তাহিররা।
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের সম্পূর্ণ স্কোয়াড-
যুবরাজ সিং (অধিনায়ক), সুরেশ রায়না, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ুডু, রবিন উথাপ্পা, পীয়ূষ চাওলা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, অভিমন্যু মিঠুন, সিদ্ধার্থ কৌল, গুরকিরত মান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, বিনয় কুমার।
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের সম্পূর্ণ সূচি-
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় (IST) |
২০ জুলাই | পাকিস্তান | এজবাস্টন | রাত ৯টা |
২২ জুলাই | দক্ষিণ আফ্রিকা | নর্দাম্পটন | বিকেল ৫ টা |
২৬ জুলাই | অস্ট্রেলিয়া | লিডস | বিকেল ৫টা |
২৭ জুলাই | ইংল্যান্ড | লিডস | রাত ৯টা |
২৯ জুলাই | ওয়েস্ট ইন্ডিজ | লেস্টার | রাত ৯টা |
২০২৬-এও এজবাস্টনে ভারত-পাক-

দিনকয়েক আগে মেয়দের ওয়ান ডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। চলতি বছরের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ৫ অক্টোবর সম্মুখসমরে নামছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আয়োজক দেশ ভারত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে যে হাইব্রিড মডেলের সূত্রে সায় দিয়েছে দুই দেশ তা অনুযায়ী ভারত-পাক দ্বৈরথটি আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে। আর আগামী বছরের ১৪ জুন টি-২০ বিশ্বকাপের যুদ্ধে মুখোমুখি হওয়ার কথা উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির (IND vs PAK)। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের মতই সেই ম্যাচটিও আয়োজিত হবে বার্মিংহ্যামের এজবাস্টনেই। কারা বাজিমাত করে সেই লড়াইতে সেদিকে নজর থাকবে ক্রিকেটদুনিয়ার।