IPL 2025: আইপিএলের (IPL) মেগা নিলাম নিয়ে উৎসাহের অন্ত নেই ক্রিকেটজনতার। আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসছে এই অকশনের আসর। দশ ফ্র্যাঞ্চাইজির কাছেই নতুন করে স্কোয়াড গড়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকছে ঐ দুই দিন। কে এল রাহুল (KL Rahul), ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের মত মহাতারকারা কোন দলে যোগ দেন, সকলের নজর থাকবে সেইদিকে। ২০২৪-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) রিটেন করেছে ছয় জন তারকাকে। হাতে অকশনের জন্য রয়েছে ৫১ কোটি টাকা। এই অর্থ কোথায় ব্যয় করেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা তা নিয়ে চর্চা শুরু করেছেন সমর্থকেরা। স্কোয়াডের পারমুটেশন-কম্বিনেশন প্রকাশ্যে আসার আগেই অবশ্য খুশির খবর পেলেন নাইট অনুরাগীরা। ক্রিকেটের নন্দনকানন থেকে আপাতত সরতে হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিকে। জানালেন সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।
Read More: বিসিসিআই-এর মুখে ঝামা ঘষলেন শিখর ধাওয়ান, ভারত ছেড়ে এবার নেপালে খেলবেন ক্রিকেট !!
ইডেনে হচ্ছে IPL, বার্তা স্নেহাশীষের-
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে ঢেলে সাজানো হচ্ছে ইডেন গার্ডেন্সের পরিকাঠামো। সূত্রের খবর মেগা টুর্নামেন্টের ফাইনাল পেতে পারে কলকাতা। সংস্কারের কাজ চলার কারণে ২০২৫-এর আইপিএল (IPL) আয়োজন থেকে বঞ্চিত হবে সিটি অফ জয়? গত কয়েকদিন ধরে এমন খবরই শোনা যাচ্ছিলো ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে। নাইট রাইডার্সের (KKR) হোম ম্যাচগুলির বিকল্প ভেন্যু হিসেবে উঠে আসছিলো কটক, গুয়াহাটি, বিশাখাপত্তনম এমনকি ত্রিপুরার নাম। রেভজস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে যাবতীয় জল্পনা নস্যাৎ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় (Snehashish Ganguly)। ফ্র্যাঞ্চাইজি লীগের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হবেন না কলকাতার ক্রিকেটজনতা, আশ্বস্ত করেছেন স্নেহাশীষ।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অগ্রজ বলেন, “একটা রিপোর্ট দেখলাম যে ত্রিপুরার ক্রিকেট সংস্থার সভাপতি বলেছেন যে নতুন স্টেডিয়াম তৈরি করছেন তাঁরা। সেখানে কেকেআরের কিছু ম্যাচ আয়োজন করা হবে। আমার মনে হয় না নাইট রাইডার্স তাতে রাজী হবে কারণ ইডেন গার্ডেন্স ছেড়ে কেউই যেতে চাইবে না। হয়ত একটা ম্যাচের জন্য রাজী হতে পারে।” কলকাতা শহরে বেগুনি-সোনালী বাহিনীর যে জনসমর্থন রয়েছে তার তুলনা হতে পারে না বলেই মত স্নেহাশীষের। সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, “আপনি ৬৫০০০ জনতাকে অস্বীকার করতে পারেন না। অত বছরের আগে কেকেআরের যখন খারাপ সময় যাচ্ছিলো, তখনও প্রতিটা ম্যাচে ভরা গ্যালারি দেখা গিয়েছে (ইডেনে)।”
আইপিএলের ফাইনাল কলকাতায় ?
শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর শুনিয়েছেন সিএবি প্রেসিডেন্ট। রেভজস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে, “এই বছর আমরা উদ্বোধনী অনুষ্ঠান আর ফাইনাল, দুটোই আয়োজন করছি।” সাধারণত কোনো বছর আইপিএল (IPL) ট্রফি যারা জেতে তাদের হোমগ্রাউন্ডেই পরের বছর উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল ম্যাচ রাখা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ২০২৪-এর কথা। ২০২৩-এর ট্রফিজয়ী দল চেন্নাই সুপার কিংসের হোমগ্রাউন্ড চেপকে শুরু হয়েছিলো টুর্নামেন্টের পথচলা। আবার দুই মাস পর সেখানেই হয়েছিলো অন্তিম যুদ্ধ। তাই ইডেন যে দুই মেগা ইভেন্টই আয়োজন করতে পারে, সেই আভাস ছিলোই। স্নেহাশীষের মন্তব্যে সিলমোহর পড়লো তাতে। নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইশোর ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমলের সাথে তিনি যে ফোনে কথা বলেছেন, তাও জানান সিএবি শীর্ষকর্তা।