eden-misses-out-on-t20-wc-2026-final

চলছে এশিয়া কাপ। মহাদেশীয় মেগা টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিলো ভারতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক দড়ি-টানাটনি এড়াতে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে। এশিয়া কাপ স্থানান্তরিত হলেও আগামী বছরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) কিন্তু হচ্ছে ভারতেই। সহ-আয়োজক হিসেবে অবশ্য থাকছে শ্রীলঙ্কাও। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি’র মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তা অনুযায়ী ভারতে আসবে না পাক দল। তারা নিজেদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কার মাঠে। এখনও কুড়ি-বিশের বিশ্বকাপের সম্পূর্ণ সূচি সামনে আনে নি কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে চূড়ান্ত হয়ে গিয়েছে ফাইনালের ভেন্যু। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোতে। আর তা না হলে ফের একবার দায়িত্ব পাচ্ছে আহমেদাবাদই।

Read More: ধোনি-রোহিত-বিরাটদের থেকেও এগিয়ে অধিনায়ক সূর্যকুমার, পরিসংখ্যানই দিচ্ছে প্রমাণ !!

ইডেন নয়, ফাইনাল আহমেদাবাদে-

Eden Gardens, Kolkata | ক্রিকেট | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

২০২৪-এ আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। সেই সুবাদে ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল-দু’টিই পাওয়ার কথা ছিলো নাইটদের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সের। একইসাথে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও হওয়ার কথা ছিলো ক্রিকেটের নন্দনকাননে। সেই অনুযায়ীই সূচি ঘোষণাও করেছিলো বিসিসিআই। ২৬শে মার্চ ‘সিটি অফ জয়’-এর বুকেই পথচলা শুরু করেছিলো অষ্টাদশতম আইপিএল (IPL)। কিন্তু ফাইনালের আগে আচমকাই সূচি বদলের পথে হাঁটে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। আবহাওয়ার দোহাই দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিষয়টি ভালো চোখে দেখে নি সিএবি। অসন্তুষ্ট হয়েছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও। ভেন্যু বদলের ফলে দেখা গিয়েছিলো রাজনৈতিক তরজাও। ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আইপিএল ফাইনাল খোয়ানোর ক্ষতিপূরণ দেওয়া হবে ইডেন’কে, অনুমান করেছিলেন ক্রিকেটবোদ্ধারা। ২০১৬-র মত ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল আয়োজনের দায়িত্ব পাবে কলকাতা, মাসখানেক আগে শোনা গিয়েছিলো গুঞ্জন। ঐতিহাসিক মাঠকে নতুন করে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। কিন্তু যথেষ্ট হলো না সেই উদ্যোগও। আরও একবার অগ্রাধিকার পেলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামই। দেশের অন্যতম ‘আইকনিক’ মাঠ হওয়া সত্ত্বেও কেন বারবার বঞ্চনার শিকার ইডেন? উঠতে শুরু করেছে প্রশ্ন । আইসিসি’র চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) নিজে গুজরাতের বাসিন্দা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র তিনি। তাঁর ব্যক্তিগত গুজরাত কানেকশনের জন্যই বাড়তি ফায়দা পাচ্ছে আহমেদাবাদ, এহেনও অভিযোগও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

কেন আহমেদাবাদ ? ক্ষুব্ধ ক্রিকেটজনতা-

Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images
Narendra Modi Stadium, Ahmedabad | Image: Getty Images

২০২২ এবং ২০২৩-পরপর দুই বছর আইপিএল (IPL) ফাইনাল আয়োজিত হয়েছিলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০২৩-এ ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) আসর বসেছিলো ভারতে। তখনও আহমেদাবাদের ভাগ্যেই জুটেছিলো একাধিক হাইভোল্টেজ ম্যাচ। ভারত-পাক দ্বৈরথের পাশাপাশি ফাইনাল’ও উপহার দেওয়া হয়েছিলো গুজরাতের শহরকে। ২০২৫-এর আইপিএল ফাইনাল সেখানে সরায় স্বাভাবিক কারণেই তাই উঠেছিলো পক্ষপাতের অভিযোগ। বিসিসিআই কর্তাদের সিদ্ধান্তে খুশি ছিলেন না দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা। আহমেদাবাদকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে শুধু ইডেন নয় পাশাপাশি বঞ্চনা করা হচ্ছে ওয়াংখেড়ে, চেপক, চিন্নাস্বামীর মত ভেন্যুকেও, জমেছিলো ক্ষোভ। ক্রিকেট নিয়ামক সংস্থা যে সেই অসন্তোষকে বিশেষ পাত্তা দিতে রাজী নয় তা স্পষ্ট টি-২০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নির্বাচন থেকেই।

Also Read: “বুমরাহকে ছয় ছক্কা হাঁকাবে…” পাক তরুণকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তনীর, খোঁচা দিলেন হার্দিককেও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *