IPL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে চিন্তায় বিসিসিআই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ইডেন !! 1

IPL 2025: ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রতিটি ম্যাচেই ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। শেষ ম্যাচে এই মাঠেই রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে মাত্র ১ রানে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। ফলে ইডেন গার্ডেন্সে আরও একটি হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। কিন্তু এর মধ্যেই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে। কলকাতা বনাম চেন্নাইয়ের ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ বিসিসিআই (BCCI)।

Read More: ‘বিরাট কোহলি একটা জোকার…’ ক্রিকেট তারকাকে নেটমাধ্যমে তুলোধোনা গায়ক রাহুল বৈদ্য’র !!

চেন্নাই-কলকাতা ম্যাচে বাড়তি নিরাপত্তা-

IPL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে চিন্তায় বিসিসিআই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ইডেন !! 2
KKR | Images: Getty Images

কাশ্মীরে সাম্প্রতিক সময় জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন সাধারণ পর্যটকদের মৃত্যুর খবর সামনে এসেছিল। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ আছে বলে জানতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা। ফলে গতকাল রাতে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছে। এরপরেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। যার আঁচ এসে পড়েছে আইপিএলের (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের (KKR vs CSK) ম্যাচে। বিসিসিআই (BCCI) আজ ইডেন গার্ডেন্সে বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে। আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে কয়েক হাজার দর্শক ইডেন গার্ডেন্সে (Eden Gardens) উপস্থিত থাকবেন। কোনোরকম সমস্যা যাতে তৈরি না হয় সেইদিকে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। তারা নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চলেছেন ইডেনকে। যেকোনো রকমের নাশকতার ছক বানচাল করতে তৈরি বোম স্কোয়াডও।

প্লে অফের লড়াইয়ে কলকাতা-

IPL 2025: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে চিন্তায় বিসিসিআই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ইডেন !! 3
KKR | Images: Getty Images

এই বছর আইপিএলে মেগা নিলামের ফলে কলকাতা নাইট রাইডার্সে (KKR) একাধিক পরিবর্তন ঘটেছে। গত বছরের চ্যাম্পিয়ন দল এই বছর টুর্নামেন্টেও অসাধারণ পারফরম্যান্স করে এগিয়ে যাবে বলে সমর্থকরা মনে করছিলেন। কিন্তু নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে হারের সম্মুখীন হয় নাইট বাহিনী। তারপর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ালেও মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে আবারও পরাজিত হয়ে পিছিয়ে পড়ে আজিঙ্কা রাহানের দল। তবে বর্তমানে শেষ দুই ম্যাচে জয় নিশ্চিত করে প্লে অফের দৌড়ে লড়াই চালাচ্ছে কলকাতা। এখনও পর্যন্ত তারা ১১ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১১ পয়েন্ট সংগ্রহ করেছে। বর্তমানে নাইটদের নেট রান রেট +০.২৪৯।

Read Also: শুভমান গিলের টানে ওয়াংখেড়েতে হাজির অবনীত কৌর, IPL’এর পরেই হবে ‘চার হাত’ এক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *