বেআইনি অনলাইন বেটিং-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। 1xBet নামে একটি সংস্থা আপাতত রয়েছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়। উদ্দেশ্য গোপন করে প্রচার চালানো, নাম বদলে নিষিদ্ধ ব্যবসা চালিয়ে যাওয়া, আর্থিক প্রতারণা, তহবিল তছরুপ, এমনকি কোটি-কোটি টাকা কর ফাঁকির অভিযোগেও কাঠগড়ায় ঐ সংস্থা। অপরাধের তালিকা এখানেই শেষ নয়। ভারতের বৈদেশিক মুদ্রা আইন, তথ্যপ্রযুক্তি আইনও ভেঙেছে তারা, খবর মিলছে ইডি সূত্রে। সংস্থার বিজ্ঞাপনে নানা সময় মুখ দেখিয়েছিলেন একঝাঁক সেলিব্রিটি। তাঁদের সাথে কীভাবে আর্থিক লেনদেন হয়েছে, কোন সূত্র মারফত বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছিলেন তাঁরা, সে সবই এখন খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
Read More: Asia Cup 2025: কাজে এলো না হংকং-এর মরণপণ লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি শ্রীলঙ্কার !!
ED’র সমন পেলেন যুবরাজ ও উথাপ্পা-

বেটিং কাণ্ডে গত জুন মাসে ইডি (ED) তলব করেছিলো হরভজন সিং-কে (Harbhajan Singh)। অগস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। PMLA (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট)-এর অধীনে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছিলো। “বেটিং অ্যাপের পক্ষ থেকে কীভাবে তাঁর সাথে যোগাযোগ করা হয়েছিলো, কীভাবে তাঁকে অর্থ দেওয়া হয়েছিলো, তাঁরা ট্যাক্স’ও কোথায় দিয়েছিলো তা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিলো। বেশ কিছু আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন করা হয়,” সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন এক সূত্র। চলতি মাসের প্রথম সপ্তাহে ডাক পান টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান’ও (Shikhar Dhawan)। প্রায় ৮ ঘন্টা ইডি’র দপ্তরে ছিলেন তিনিও। চলে জিজ্ঞাসাবাদ। অবৈধ ঐ বেটিং সংস্থার সাথে তাঁর সম্পর্ক ঠিক কতটা গভীর, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিলো ‘গব্বর’কে।
হরভজন-রায়না-ধাওয়ানের (Shikhar Dhawan) পর এবার ইডি’র (ED) সমন পেলেন ভারতীয় ক্রিকেটজগতের আরও দুই পরিচিত মুখ-যুবরাজ সিং (Yuvraj Singh) ও রবিন উথাপ্পা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে নাম গোপন রাখার শর্তে এক ইডি সূত্র জানিয়েছেন যে ৩৯ বর্ষীয় উথাপ্পা’কে (Robin Uthappa) আগামী ২২ সেপ্টেম্বর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যুবরাজকে হাজিরা দিতে বলা হয়েছে তার পরের দিন অর্থাৎ ২৩ তারিখ। দু’জনের বয়ানই নথিবদ্ধ করা হবে বলেও জানা গিয়েছে। একঝাঁক ক্রিকেটতারকাকে ডেকে পাঠানো হলেও এখনও কাউকে গ্রেপ্তার করে নি ইডি (ED)। উথাপ্পা বা যুবরাজকেও আপাতত শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবেই বলেই অনুমান করছে বিশেষজ্ঞমহল। ভবিষ্যতে বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার জন্য আরও কেউ ডাক পান কিনা সেদিকে নজর রয়েছে সকলের।
ED’র রেডারে বিনোদন জগৎ-

শুধুমাত্র ক্রিকেটাররাই নন, টিনসেল টাউনের একাধিক তারকাও রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) রেডারে। এর আগে দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার রাণা ডাগ্গুবাতি ও প্রকাশ রাজ’কে ডেকে পাঠানো হয়েছিলো। তাঁরা দু’জনেই অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। দেশের যে অঞ্চলে বেটিং অ্যাপ ব্যবহার ও তার বিজ্ঞাপন আইনসিদ্ধ ছিলো, সেখানেই তার প্রচার করেছেন তাঁরা, জানিয়েছিলেন দুই অভিনেতাই। গতকাল দিল্লীতে ইডি’র (ED) অফিসে হাজিরা দিয়েছেন টলিউড নায়িকা ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ৯ ঘন্টা জেরা করা হয়েছিলো তাঁকে। আজ বাংলা চলচ্চিত্রের আরেক নায়ক অঙ্কুশ হাজরাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও ডাকা হয়েছে বলে মিলেছে খবর।