MPL প্রোমোশন কাণ্ডে বিপাকে বিরাট কোহলি, ED'র সমন জারি !! 1

কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিল করেছে। সরকার কতৃক ড্রিম ইলেভেন জাতীয় যে সকল অনলাইন বেটিং অ্যাপলিকেশন রয়েছে সেগুলোকে ব্যান করার সিদ্ধান্ত দিয়েছে। যে কারণেই বিসিসিআইয়ের সাথে চুক্তি বন্ধ হলো ড্রিম ইলেভেনের। যার উপর ভিত্তি করেই, সম্প্রতি ভারতের ক্রিকেট ও ব্যবসায়িক জগতকে কেন্দ্র করে নতুন এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা (Rohit Sharma), এমএস ধোনি (MS Dhoni), বিরাট কোহলিদের (Virat Kohli) মতন তারকাদের বিপাকে পড়তে হয়েছে। ইতিমধ্যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দেশের প্রখ্যাত ক্রিকেটার বিরাট কোহলিকে সমন জারি করেছে।

বিপাকে বিরাট কোহলি

clarke-hopeful-about-virat-coming-back, বিরাট কোহলি, sourav ganguly
Virat Kohli | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, সমনটি মূলত একটি বৃহৎ আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য। যদিও বিরাট কোহলি নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ড্রিম ইলেভেনের সাথে বিরাট কোহলি যুক্ত না হলেও MPL (Mobile Premier League) এর প্রোমোশনাল কার্যক্রমও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দীর্ঘদিন ধরেই বিরাট এই সংস্থার ব্র্যান্ড আম্বাসেডর ছিলেন। কোহলির সঙ্গে এই সংস্থার বেলাগাম চুক্তি হয়েছে বলে সূত্রের দাবি। কোহলি সহ অনেক খেলোয়াড়রা এই ধরনের সংস্থার সাথে যুক্ত ছিলেন। কয়েকদিন আগেই বেআইনি বেটিং অ‍্যাপ নিয়ে সুরেশ রায়নাকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Read More: “হুঁকো সেজে দিতাম না বলে,…” ধোনির ইশারাতেই থমকে গিয়েছিলো কেরিয়ার, বিস্ফোরক অভিযোগ ইরফান পাঠানের !!

এবার পালা বিরাট কোহলির। কোহলি ভারতের থেকে বেশি ইউনাইটেড কিংডমে বেশি সময় কাটান। এমনকি, কোহলি অবসর জীবন লন্ডনেই কাটাতে চান বলেও জানা গিয়েছিল। কোহলি MPL’ এর হয়ে একাধিক প্রমোশন করেছেন, যার ফলে তাঁর উপরে সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। যদিও এই প্রোমোশন মূলত গেমিং ও ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মের প্রসারে পরিচালিত হয়েছে, তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, খেলোয়াড়দের নাম ও ছবি ব্যবহারের ক্ষেত্রে আর্থিক এবং আইনি অনুমোদন নিয়ে যথেষ্ট স্বচ্ছতা ছিল কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ইতিমধ্যেই বিষয়টি নজরদারি করছে।

ED-এর নিশানায় কোহলি

Virat kohli কোহলি
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলি এখন দেশের বাইরে রয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন কোহলি। আর এই পরিস্থিতিতে তাঁর একমাত্র নজর ওডিআই ফরম্যাটে। বিশেষ করে ২০২৭’এর ওডিআই বিশ্বকাপের উপর। কোহলিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে ফিরতে দেখতে পাওয়া যাবে। তবে, ED সমন এবং MPL প্রোমোশনের বিতর্ক ভারতের ক্রিকেট এবং বিনোদন জগতের জন্য একটি বড় বার্তা বহন করছে। এটি প্রমাণ করছে যে, খেলার পাশাপাশি ব্যবসায়িক অংশীদারিত্ব ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। যদিও সরকারি ভাবে এখনও কোনো নোটিস বিরাটকে পাঠানো হয়নি।

Read Also: ৬,৬,৬,৬,৬,৬..’, ৩৮ বছর বয়সে CPL’এ অবিশ্বাস্য ইনিংস, তান্ডব রূপে ফিরলেন কাইরন পোলার্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *