ecb-to-bar-players-from-playing-franchise-leagues-except-ipl

জস বাটলার (Jos Buttler), জোফ্রা আর্চার (Jofra Archer), ফিল সল্ট-দের কি আর দেখা যাবে না আইপিএলে? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের জন্য দেশের ঘরোয়া ক্রিকেট যাতে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আগেই পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। চলতি বছরেই রঞ্জি ট্রফি খেলতে রাজী না হওয়ায় ঈশান কিষণ ও শ্রেয়স আইয়ারকে কড়া শাস্তি দিয়েছিলেন জয় শাহ’রা। এবার ঘরোয়া ক্রিকেটের মান ধরে রাখতে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ECB) ক্রিকেট বোর্ড’ও। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সব টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হয় ইংল্যান্ডের কাউন্টি মরসুম চলাকালীন, খেলোয়াড়দের সেগুলিতে যোগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনতে চলেছে তারা।

Read More: ঋতুরাজের জন্য বিশেষ পরিকল্পনা ভারতীয় বোর্ডের, সংকটে শুভমান, কপাল পুড়ছে বাংলার অভিমণ্যুরও !!

IPL-এ ছাড় পাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেটাররা-

Jos Buttler | IPL | Image: Getty Images
Jos Buttler | Image: Getty Images

আইপিএলের (IPL) আসরে ক্রিকেটার’রা যে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকেন তা কাউন্টি ক্রিকেট বা ইংল্যান্ডের ঘরোয়া টি-২০, লিস্ট-এ টুর্নামেন্টে কখনোই পান না তাঁরা। ইসিবি’র এহেন সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগ্রহ খেলোয়াড়দের মধ্যে অনেকে হারিয়ে ফেলবেন কিনা তা নিয়ে দেখা গিয়েছে প্রশ্ন। বিষয়টি নিঃসন্দেহে খতিয়ে দেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড’ও। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ সূত্রে খবর ভারতের আইপিএল’কে ব্যতিক্রম হিসেবে ধরার কথা ভাবছেন কর্মকর্তারা। অর্থাৎ ক্রিকেটাররা চাইলে মার্চ থেকে মে মাস অবধি আইপিএল খেলতে পারেন। তবে অন্যান্য টুর্নামেন্ট যেমন সিপিএল (CPL), SA20, বিপিএল (BPL) বা পিএসএলের (PSL) ক্ষেত্রে বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। ইংল্যান্ডের মাটিতে ‘দ্য হান্ড্রেড’-এ অংশগ্রহণ নিয়ে অবধ্য কোনো বাধা নেই।

IPL-এ থাকছে শাস্তির নতুন নিয়ম-

IPL Auction | Image: Getty Images
IPL Auction | Image: Getty Images

গত ২৯ সেপ্টেম্বর আইপিএলের (IPL) মেগা অকশনের নিয়মাবলী প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। এবার ক্রিকেটারদের জন্য শাস্তিমূলক ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন জয় শাহ, রজার বিনি’রা। অতীতে দেখা গিয়েছে যে নিলামে দল পাওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। বেন স্টোকস, জো রুট, হ্যারি ব্রুক, জেসন রয়দের মত ইংল্যান্ড তারকাদের মধ্যেই বেশী দেখা গিয়েছে এহেন প্রবণতা। আচমকা তাঁদের না খেলার সিদ্ধান্তের কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। এবার থেকে এহেন কার্যকলাপের জন্য কড়া শাস্তি পেতে পারেন ক্রিকেটাররা। বিসিসিআই জানিয়েছে যে নিলামে দল পাওয়ার পর কোনো খেলোয়াড় যদি অহেতুক সরে দাঁড়ান, তাহলে তাঁকে দুই বছরের জন্য টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হতে পারে। অবশ্যই চোট-আঘাত বা অসুস্থতাজনিত ছাড় তাঁদের দেওয়া হবে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে।

বিদেশী ক্রিকেটারদের দাম ঠিক করবেন ভারতীয়রা-

Mitchell Starc | Image: Getty Images
Mitchell Starc | Image: Getty Images

গত কয়েক মরসুমে নিলামের আঙিনায় বিদেশী তারকাদের পিছনে অর্থের ঝুলি হাতে দৌড়তে দেখা গিয়েছে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিদের। ২০২৩ আইপিএলের মিনি নিলামে ১৮.৫০ কোটি টাকা পেয়েছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। ২০২৪-এর মিনি নিলামে প্যাট কামিন্সের জন্য ২০.৫০ কোটি টাকা খরচ করে সানরাইজার্স। কলকাতা নাইট রাইডার্স। ২৪.৭৫ কোটিতে মিচেল স্টার্ককে দলে নিয়ে নতুন রেকর্ড স্থাপন করে। বিসিসিআই-এর নতুন নিয়মের কারণে বিদেশীদের লক্ষ্মীলাভ খানিক কমতে চলেছে। কোনো বিদেশী ক্রিকেটার মেগা অকশনে যত দামেই বিক্রি হন না কেন, সর্বোচ্চ অর্থ পাওয়া ভারতীয় ক্রিকেটারের থেকে বেশী টাকা তাঁর বেতন হতে পারবে না। ফ্র্যাঞ্চাইজির পার্স থেকে যদিও সম্পূর্ণ অর্থটাই কাটা যাবে। ‘বিড’ ও বেতনের মধ্যে যে অন্তর সেই পরিমাণ অর্থ ব্যবহৃত হবে ক্রিকেট পরিকাঠামো উন্নয়ত খাতে।

Also Read: ৪, ৪, ৪, ৪, ৪…ইরানী কাপে অজিঙ্কা রাহানে ঝড়, ৩০ বাউন্ডারিতে সাজালেন ১৯১ রানের ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *