থাকবে না আর পতৌদি ট্রফি, ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের আগে বড়ো সিদ্ধান্ত ECB'র !! 1

টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেলেও টেস্ট ক্রিকেটকে ক্রিকেট বোর্ডগুলি এখনও গুরুত্বের সঙ্গে দেখে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো আইসিসি টুর্নামেন্ট এই ফরম্যাটকে আবারও পুনর্জীবিত করেছে। আইপিএলের পর ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। তার আগেই এবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ইংল্যান্ড এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজের ঐতিহ্যবাহী পুরস্কার হিসেবে পতৌদি ট্রফি (Pataudi Trophy) তুলে দেওয়ার ভাবনাচিন্তা শুরু করে দিলো।

থাকবে না আর পতৌদি ট্রফি পুরস্কার-

থাকবে না আর পতৌদি ট্রফি, ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের আগে বড়ো সিদ্ধান্ত ECB'র !! 2
IND vs ENG | Image: Getty Images

Read More: IPL 2025: বাবর আজমকে দলে নিয়ে বড়ো চমক দিলো RCB, খরচ করলো কোটি কোটি টাকা !!

২০০৭ সালে ইংল্যান্ড বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচের ৭৫ তম বার্ষিকী উদযাপনের জন্য পতৌদি ট্রফি (Pataudi Trophy) পুরস্কার চালু করা হয়। ক্রিকেট ইতিহাসে পতৌদি পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইফতিখার আলী খান পতৌদি (Iftikhar Ali Khan Pataudi) এবং মনসুর আলী খান পতৌদি (Mansur Ali Khan Pataudi) জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। ফলে এই কিংবদন্তি ক্রিকেটারদের নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু কারণ জানা না গেলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ের ক্রিকেট আইকনদের ওপর ট্রফির নাম রাখতে চাইছে বলে জানা গেছে। সূত্র অনুযায়ী আসন্ন জুন-জুলাই মাসে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন সামনে আসবে। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মনসুর আলী খান পতৌদি পরিবারের সঙ্গে বিষয়টি জানানো হয়েছে।

নতুন ডব্লিউটিসি মরসুমে যাত্রা শুরু করবে ভারত-

থাকবে না আর পতৌদি ট্রফি, ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের আগে বড়ো সিদ্ধান্ত ECB'র !! 3
IND vs ENG | Image: Getty Images

পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতীয় দল প্রবেশ করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৩-২৫ ডব্লিউটিসিতে প্রথমবার ফাইনালে জায়গা করে নিতে পারলো না রোহিত শর্মার দল। ১৯ ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। জুনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা (AUS vs SA) এই টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবে। অন্যদিকে ২০২৫-২৭ নতুন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মরসুমে নতুন উদ্যমে যাত্রা শুরু করতে চাইছে ব্লু ব্রিগেডরা। আসন্ন ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তবে ধারাবাহিকভাবে ব্যর্থতার পর রোহিত শর্মা (Rohit Sharma) ‘মেন ইন ব্লু’-দের টেস্ট ফরম্যাটে অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে নির্বাচকদের মধ্যে আলোচনা চলছে।

Also Read: IPL 2025: চলতি আইপিএলেই ‘RCB’ ছাড়ছেন বিরাট কোহলি, এই নতুন দলের হয়ে তুলবেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *