এটাই শেষ সুযোগ, নতুন প্রধান কোচ নিয়োগ করতে চলেছে ক্রিকেট বোর্ড !! 1

একটি দলকে সফলতা দেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার তত্ত্বাবধানে ভারতীয় দল এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি )Champions Trophy 2025) এবং এশিয়া কাপের (Asia Cup 2025) মতো টুর্নামেন্ট জয় করেছে। কিন্তু টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পরাজয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। বিসিসিআই (BCCI) এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বলেই এবার খবর সামনে এল। ধারাবাহিকভাবে ব্যর্থ হ‌ওয়ায় এবার এটাই শেষ সিরিজ প্রধান কোচের।

Read More: BCCI’র বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে স্যালারি বাড়লো শুভমান গিলের, মরণ দশা রোহিত-বিরাটের !!

ধারাবাহিকভাবে হার-

ind-vs-eng-2025-4th-test-day-2-report, team india
ENG vs IND | Image: Gettt Images

এই বছরের শুরুতে ভারতীয় দল ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে। এই সিরিজে ব্লু ব্রিগেডদের হয়ে লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছিলেন শুভমান গিল (Shubman Gill)। এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার কারণে দলে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যান। তরুণ ক্রিকেটারদের ওপরেই ভরসা করেছিল বিসিসিআই।

এই অনভিজ্ঞ দল ইংল্যান্ডের মাটিতে ২-২ ম্যাচে ড্র করতে সক্ষম হয়। ইংলিশ বাহিনীদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের (Brendon McCullum) বাজবল কৌশল রীতিমতো প্রশ্নের পড়ে। চলতি অ্যাশেজ সিরিজেও বেন স্টোকসদের (Ben Stokes) ধারাবাহিকভাবে হার সমালোচনার মুখে পড়েছে। পার্থে প্রথম টেস্ট ম্যাচ মাত্র দু’দিনে শেষ হয়ে গিয়েছিল। দুই ইনিংস মিলিয়ে মোট ১০ টি উইকেট সংগ্রহ করে নিয়ে রীতিমতো জ্বলে উঠেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় অজিরা।

দ্বিতীয় ম্যাচে ব্রিসবেনেও জয়ের নায়ক হয়ে উঠেছিলেন তারকা পেসার স্টার্ক। এই ম্যাচেও স্টিভ স্মিথরা (Steve Smith) ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের দাপট বজায় রাখে। এরপর তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ৮২ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে অ্যাশেজ সিরিজ জয় করে নেয়। ফলে কার্যত বেন স্টোকসদের রীতিমতো কোণঠাসা করে দেয় অজি বাহিনী।

শেষ সুযোগ ব্রেন্ডন ম্যাককালামের-

Brendon McCullum, ind vs eng
Brendon McCullum | Image: Getty Images

দলের ধারাবাহিকভাবে বিপর্যয়ের মুখে এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। তাদের আতশ কাঁচের তলায় রয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। বাজবলের কৌশলকে তিনি জনপ্রিয়তা দিয়েছিলেন। কিন্তু এই পদ্ধতি সাম্প্রতিক সময় কাজে আসছে না। বদলে দলের জন্য এই কৌশল বিপর্যয় টেনে আনছে। সূত্র অনুযায়ী চলতি অ্যাশেজ সিরিজ ব্রেন্ডন ম্যাককালামের জন্য শেষ সুযোগ হতে চলেছে। এই সিরিজের পরেই টেস্টের জন্য নতুন প্রধান কোচ নিয়োগ করবে ইসিবি (ECB) বলে খবর সামনে এসেছে।

Read Also: বিরাট-রোহিত নয়, বাবর আজমকে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিলেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *