ecb-denies-tymal-mills-onlyfans-plea

এই মুহূর্তে ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রে ইংল্যান্ড পেসার তাইমাল মিলস (Tymal Mills)। প্রথম ক্রিকেটার হিসেবে অনলিফ্যানস ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। সাধারণত সাবস্ক্রিপশন নির্ভর এই ওয়েবসাইটটিতে প্রাপ্তবয়স্ক ও অশ্লীল কন্টেন্টই দেখা যায়। টি-২০তে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা মিলস কেন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললেন তা নিয়ে স্বাভাবিক কারণেই কৌতূহল তৈরি হিয়েছে। তবে কি বাইশ গজের দুনিয়া ছেড়ে নিষিদ্ধ ছবির জগতে পা রাখতে চলেছেন তিনি? প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ডান হাতি পেসার। কিন্তু নেতিবাচক উত্তরই দিয়েছেন তিনি। তাঁর ‘কন্টেন’-এ কোনোরকম অশ্লীলতা থাকবে না। নিজের জীবনের নানা দিক অনলিফ্যানসের মাধ্যমে অনুরাগীদের সাথে ভাগ করে নেবেন, কথা দিয়েছেন মিলস (Tymal Mills)।

Read More: Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !!

মিলসের অনলিফ্যানসে ‘না’ ইসিবির-

Tymal Mills | Image: Getty Images
Tymal Mills | Image: Getty Images

অনলিফ্যানসে নাম লেখানোর পরেও কোনো রকম শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় নি তাইমাল মিলস’কে (Tymal Mills)। সাদার্ন ব্রেভের হয়ে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলার অনুমতিও পেয়েছেন তিনি। কিন্তু পেস তারকার একটি অনুরোধে সায় দিতে পারে নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ব্যাটে অনলিফ্যানস সংস্থার লোগো লাগাতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন নিজের অ্যাকাউন্টটির প্রচার করতে। কিন্তু সেই অনুমতি তাঁকে দেওয়া হয় নি। সব বয়সের ক্রিকেটপ্রেমীর কাছে পৌঁছতে চায় ‘দ্য হান্ড্রেড’। তাদেরর ব্র্যান্ডের সাথে অনলিফ্যানসের কোনো রকম মিল নেই, জানিয়ে দেওয়া হয়েছে ইসিবি’র পক্ষ থেকে। ক্রিকেট নিয়ামক সংস্থার সিদ্ধান্ত ইতিমধ্যে মেনেও নিয়েছেন মিলস (Tymal Mills)। সাদার্ন ব্রেভের হয়ে চলতি মরসুমে তিনটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তাঁর ব্যাটে দেখা যায় নি অনলিফ্যানসের লোগো।

ক্রিকেটে মিলস (Tymal Mills) প্রথম হলেও এর আগেও ক্রীড়াজগতের বেশ কয়েকজন তারকা নাম লিখিয়েছেন অনলিফ্যানস ওয়েবসাইটে। কানাডার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট আলিশা নিউম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের মিক্সড মার্শাল আর্টিস্ট পেইজ ভ্যানজেন্ট, অস্ট্রেলিয়ার বাস্কেটবলার লিজ ক্যাম্বেজ, ব্রিটিশ শর্ট ট্র্যাক স্পিন স্কেটার এলিজ ক্রিস্টিরা রয়েছেন এই তালিকায়। চলতি বছরের এপ্রিল মাসেই ব্রিটিশ ক্যানুইস্ট কার্তজ অ্যাডাম রোসেনটালস’কে একটি প্রতিযোগিতা থেকে নিলম্বিত করা হয়েছিলো তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের দরুণ। “আমার অলিম্পিক স্বপ্ন আর অনলিফ্যানসের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে,” অভিযোগ করেছিলেন তিনি। ক্রীড়াবিদ্‌রা যে তাদের প্ল্যাটফর্মে পা রাখছেন তা মেনে নিয়েছেন অনলিফ্যানস কর্তৃপক্ষও। এই মর্মে একটি বিবৃতিও জারি করেছেন তাঁরা।

তাইমাল মিলসের পরিসংখ্যান-

Tymal Mills | Image: Getty Images
Tymal Mills | Image: Getty Images

 

ইংল্যান্ডের হয়ে ১৬টি টি-২০ খেলেছেন তাইমাল মিলস (Tymal Mills)। ১৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৫৫। ২৩টি লিস্ট-এ ম্যাচও খেলেছেন মিলস। নিয়েছেন ২২টি উইকেট। কুড়ি-বিশের ফর্ম্যাটেই অধিক সাবলীল তিনি। ২৫৪ ম্যাচে নিয়েছেন ৩১৫ উইকেট। গোটা দুনিয়ায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রতিনিধিত্ব করেছেন ২০২২ সালে। তাঁর আগে ২০১৭তে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ১০ টি আইপিএল (IPL) ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ১১। পিএসএল, আইএলটি-২০, সিপিএল-এর মত টুর্নামেন্টেও নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ৩৩ বছর বয়স তাঁর। কিন্তু এখনও দাপিয়ে বেড়াচ্ছেন বল হাতে। দ্য হান্ড্রেডে এই মরসুমে তিন ম্যাচে নিয়ে ফেলেছেন পাঁচ উইকেট।

Also Read: বুমরাহ নয় বরং ভারতীয় দলের এই সদস্যকে ‘সবচেয়ে বিপজ্জনক বোলার’ আখ্যা দিলেন স্টিভ স্মিথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *