ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !! 1

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই বর্তমান তরুণ প্রজন্মের ক্রিকেট ভক্তদের কাছে লাল বলের ক্রিকেটকে আর‌ও জনপ্রিয় করে তুলেছে। ইংল্যান্ডের মাটিতে ভারতের (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। প্রতিটা ম্যাচই এতটা জমজমাট ছিল যে পাঁচ দিন পর্যন্ত খেলা গড়ায়। এর সঙ্গেই শেষ পর্যন্ত হাইভোল্টেজ সিরিজটি ২-২ ব্যবধানে ড্র হয়। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিল (Shubman Gill) যথেষ্ট প্রশংসিত হচ্ছেন। এর মধ্যেই লাল বলের জন্য তারকা সমৃদ্ধ দল প্রকাশ্যে এলো।

অধিনায়ক ঈশান কিষাণ-

ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !! 2
Ishan Kishan | Images: Getty Images

২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দলীপ ট্রফি (Duleep Trophy 2025) । এই টুর্নামেন্টের জন্য পূর্বাঞ্চলের দল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই বছর এই দলটিকে নেতৃত্ব দিতে চলেছেন‌ ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। সাম্প্রতিক সময় কাউন্টি ক্রিকেটে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এই তারকা ব্যাটসম্যান। নটিংহ্যামশায়ারের হয়ে দুটি দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। ফলে লাল বলের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ। সেই কারণেই তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

Read More: “নিজের উপর বিশ্বাস ছিলোই…” সিংহহৃদয় সিরাজ, হায়দ্রাবাদী পেসারের হাত ধরে ওভালে ‘মিরাক্‌ল’ ভারতের !!

ফিরছেন মহম্মদ শামি-

ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !! 3
Mohammed Shami | Images: Getty Images

সাম্প্রতিক সময় চোটের কারণে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দলে জায়গা পাননি মহম্মদ শামি (Mohammed Shami)। এই বছর আইপিএলেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেইভাবে ছন্দে ছিলেন না। ৯ ম্যাচে ৬ টি উইকেট সংগ্রহ করেছিলেন। তবে বর্তমানে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন এই তারকা পেসার। দলীপ ট্রফির মাধ্যমে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন শামি (Mohammed Shami)। তার জাতীয় দলে কামব্যাক এই টুর্নামেন্টের পারফর্মেন্সের ওপর নির্ভর করছে। উল্লেখ্য ২০২৩ সালে শেষবার ভারতের হয়ে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার।

স্ট্যান্ডবাই বৈভব সূর্যবংশী-

ঈশান, শামি, বৈভব.. ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া লাল বলের টুর্নামেন্টের জন্য প্রকাশিত হল দল !! 4
Vaibhav Suryavanshi | Images: Getty Images

মাত্র ১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালাচ্ছেন। এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত শতরান হাঁকিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন। এরপর অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সম্প্রতি গড়েছেন একাধিক রেকর্ড। ফলে এই তরুণ ব্যাটসম্যানকে দলিপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সুযোগ তৈরি হলে তিনি মাঠে নেমে নিজেকে প্রমাণ করতে পারেন বলে নির্বাচকরা মনে করছেন।

অন্যদিকে দলীপ ট্রফিতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শ্রয়স আইয়ারের (Shreyas Iyer) মতো তারকাকে পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে। বর্তমানে দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি ৫ ম্যাচে তুলে নিয়েছেন ৪১১ রান। পশ্চিমাঞ্চলের হয়ে নেতৃত্ব দেবেন তারকা ব্যাটসম্যান তিলক বর্মা‌ (Tilak Varma)।

দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দল-

ঈশান কিষাণ (অধিনায়ক), অভিমন্যু ইশ্বরন (সহ অধিনায়ক), সন্দীপ পট্টানায়েক, বিরাট সিং, ডেনিশ দাস, শ্রীদম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্ৰ, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনিষী, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ দীপ, মহম্মদ শামি

স্যান্ডবাই- মুখতার হুসেন, আশীর্বাদ স্বাইন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপ কুমার ঘরামী, রাহুল সিং

Read Also: মহম্মদ সিরাজের কারণে নয়, বরং এই জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ‘ওভাল’ টেস্ট জিতলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *