CT 2025: “এটাই শেষ টুর্নামেন্ট…” চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই দুঃসংবাদ, অবসরের ইঙ্গিত তারকা ক্রিকেটারের !! 1

CT 2025: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাসি ফান দার দুসেন (Rassie van der Dussen)। মিডল অর্ডারের স্তম্ভ দেশের হয়ে ১৮ টি টেস্টে প্রায় ৩১ গড়ে করেছেন ৯০৫ রান। ৬৯ টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ২৫১৬ রান। ব্যাটিং গড় ৪৮.৩৮। ৬টি শতরান ও ১৫টি অর্ধশতক রয়েছে তাঁর। কুড়ি-বিশের ফর্ম্যাটেও ৫০ ম্যাচে প্রায় ১৩০ স্ট্রাইক রেট ও ৩৪ ব্যাটিং গড়ে ঝুলিতে রয়েছে ১২৫৭ রান। ৯ বার পঞ্চাশের গণ্ডীও পেরিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) মাঝপথেই প্রোটিয়া ভক্তদের চরম দুঃসংবাদ দিলেন তারকা ক্রিকেটার। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশের মাঠে ক্রিকেটের শ্রেষ্ঠ মঞ্চে আদৌ তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দুসেন নিজেই। সাক্ষাৎকারে জানিয়েছেন ইতিমধ্যেই অবসরের ভাবনা শুরু করেছেন তিনি।

Read More: CT 2025: “বাঁদরের থেকেও অধম..”, ভারতের কাছে পরাজিত রিজওয়ানদের কটাক্ষ করলেন ওয়াসিম আকরাম !!

কেরিয়ারে দাঁড়ি টানার ইঙ্গিত দুসেনের-

Rassie van der Dussen | CT 2025 | Image: Getty Images
Rassie van der Dussen | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিই (CT 2025) তাঁর শেষ আইসিসি টুর্নামেন্ট, ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার রাসি ফান দার দুসেন। ৩৬ বর্ষীয় ব্যাটার জানিয়েছেন, “এটা অবশ্যই আমার শেষ আইসিসি প্রতিযোগিতা হতে পারে। আমি আগে থেকে ভেবে রাখি নি কবে সরে দাঁড়াবো বা ম্যানেজমেন্ট কবে আমার সরিয়ে দেবে। কিন্তু এটাই বাস্তব।” ভবিষ্যৎ প্রজন্ম দায়িত্ব নিতে প্রস্তুত, সাক্ষাৎকারে জানিয়েছেন দুসেন। বলেন, “প্রচুর তরুণ ক্রিকেটার উঠে আসছে। যেটা খুবই ভালো বিষয়। ট্রিস্টান স্টাবস রয়েছে অপেক্ষায়। অথবা টোনি দে জর্জি রয়েছে। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসে ম্যাথিউ ব্রিৎজকেও সেদিন ১৫০ রানের ইনিংস খেলে গেলো। লুয়ান-দে প্রিটরিয়াস সদ্য ওয়েস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে শতরান করেছে ওয়ান-ডে কাপে। রায়ান রিকলটন সবে শুরু করছে। প্রচুর ভালো ক্রিকেটার রয়েছে।”

‘পারফর্ম অর পেরিশ’ পেশাদারী দুনিয়ার চরম সত্যটি উপলব্ধি করতে পারছেন রাসি ফান দার দুসেন (Rassie van der Dussen)। জানিয়েছেন, “আমি মোটেই অন্ধ নই। যদি পারফর্ম করতে না পারি তাহলে অন্য কেউ যে আমার জায়গাটা নিয়ে নেবে তা বিলক্ষণ জানি। কোনো বিশেষ সুবিধা আমার প্রয়োজন নেই কারণ আমি জানি যে একটা সুস্থ আবহাওয়া একটা সুস্থ প্রতিযোগিতাও চলে। তাতে সকলের উন্নতিই হয়।” “আমি রব (ওয়াল্টার) এবং এনোখ (নকিয়ে)’র সাথে কথা বলে দেখবো ওরা আগামীতে আমার ভূমিকা নিয়ে কি ভাবছে। আমি মনে করি আমি ভালোই খেলছি। শরীরের যত্ন নেওয়ার পিছনে প্রচুর সময় দিছি। যদি দুই বছর পরেও ভালো অবস্থায় থাকি তাহলে জাতীয় দলের খেলার কথা ভাববো। যদি না হয়, যদি তরুণদের সাথে দৌড়ে এঁটে উঠতে না পারি, তাহলেও অসুবিধা নেই,” সংযোজন তাঁর।

ভারত’কে খোঁচা রাসি ফান দার দুসেনের-

Rassie van der Dussen | CT 2025 | Image: Getty Images
Rassie van der Dussen | CT 2025 | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশগ্রহণকারী দলগুলির মধ্যে একমাত্র ভারতই একটি নির্দিষ্ট ভেন্যুতে সবক’টি ম্যাচ খেলছে। এমনকি নক-আউট পর্বেও মাঠ বদলাতে হচ্ছে না রোহিত-কোহলিদের। এই নিয়ে সরব হয়েছেন অনেকেই। এবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ‘প্রহসন’-এর সাথে তুলনা করেহেন প্রাক্তন ইংল্যান্ড তারকা জোনাথন অ্যাগনিউ। অজি তারকা প্যাট কামিন্স মুখ খুলেছেন এই নিয়ে। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে অসন্তোষ ব্যক্ত করেছেন রাসি ফান দার দুসেন’ও (Rassie van der Dussen)। ঈষৎ কটাক্ষের সুরে তিনি জানিয়েছেন, “আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকার সুযোগ পান, একই জায়গায় অনুশীলন করেন, একই মাঠে, একই পিচে সব ম্যাচ খেলেন তাহলে সেটা অবশ্যই বাড়তি সুবিধা। এটা বুঝতে রকেট সায়েন্টিস হতে হয় না। ভারত এটাকে কি করে ব্যবহার করবে সেটা ওদের দায়িত্ব।”

Also Read: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই অধিনায়ক বদল ভারতের, দায়িত্ব পাচ্ছেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *