IPL 2025: কলকাতার বিরুদ্ধে রিয়ান পরাগ হয়ে উঠলেন 'বিরাট', নিরাপত্তা ভেঙে পা ছুঁলেন এক ভক্ত !! 1

IPL 2025: আইপিএলের মঞ্চে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটাররা উঠে এসে নিজেদের পরিচয় তৈরি করেন। অসমের মতো রাজ্য থেকে রিয়ান পরাগ (Riyan Parag) যাত্রা শুরু করে একজন তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন‌। এমনকি বর্তমানে তিনি সঞ্জু স্যামসনের (Sanju Samson) অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) নেতৃত্ব দিচ্ছেন। ঘরের মাঠে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষেও রাজস্থানকে নেতৃত্ব দেন এই তরুণ ক্রিকেটার। ফলে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এক উৎসাহী ভক্ত মাঠে ঢুকে পড়ে জড়িয়ে ধরেন রিয়ান পরাগকে (Riyan Parag)।

মাঠের মধ্যে রিয়ানকে জড়িয়ে ধরলেন ভক্ত-

IPL 2025: কলকাতার বিরুদ্ধে রিয়ান পরাগ হয়ে উঠলেন 'বিরাট', নিরাপত্তা ভেঙে পা ছুঁলেন এক ভক্ত !! 2
Riyan Parag | Image: Getty images

গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) প্রথম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। নাইটদের বোলিং আক্রমণে ১৫১ রানে শেষ হয় রাজস্থানের প্রথম ইনিংস‌। এরপর দ্বিতীয় ইনিংসে মহেশ থিকসানা (Maheesh Theekshana) এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) সঙ্গে বল হাতে আক্রমণ তৈরি করার চেষ্টা করেন অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি যখন নিজের চতুর্থ ওভার বল করার জন্য এগিয়ে যাচ্ছিলেন তখন এক ভক্ত বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করেন। এই আগুন্তক ব্যাক্তি রিয়ান পরাগের (Riyan Parag) দিকে ছুটে যান। তারপর রাজস্থানের অধিনায়ককে জড়িয়ে ধরে এবং পায়ে হাত দিয়ে প্রনাম করেন। ম্যাচ কিছুক্ষণের জন্য এই ঘটনার ফলে বন্ধ হয়ে যায়। তবে নিরাপত্তা রক্ষীরা দক্ষতার সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং ভক্তটিকে মাঠের বাইরে নিয়ে যেতে সক্ষম হন। এর আগে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন এক অন্ধ ভক্ত।

ব্যাট হাতে ব্যর্থ রিয়ান পরাগ-

IPL 2025: কলকাতার বিরুদ্ধে রিয়ান পরাগ হয়ে উঠলেন 'বিরাট', নিরাপত্তা ভেঙে পা ছুঁলেন এক ভক্ত !! 3
Riyan Parag | Image: Getty images

গত বছর আইপিএলে রিয়ান পরাগ (Riyan Parag) ১৬ ম্যাচে ৫৭৩ রান সংগ্রহ করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এই বছর আইপিএলে তিনি প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে মাত্র ২ বলে ৪ রান করেন। তবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে গুয়াহাটিতে মনে করা হচ্ছিল তিনি ব্যাট হাতে জ্বলে উঠবেন। অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের চাপেও ছিল এই তরুণ তারকার ওপর। তবে তিনি ১৫ বলে ২৫ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন। বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) ঘূর্ণি বলে উইকেটকিপার কুইন্টন ডি কককে (Quinton de Kock) সহজ ক্যাচ দেন রিয়া (Riyan Parag)। ম্যাচে অধিনায়ক হিসাবেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *