duleep-trophy-shubman-takes-a-blinder

আজ থেকে শুরু হয়েছে দলীপ ট্রফি (Duleep Trophy)। ঘরোয়া ক্রিকেটের উপর অধিক গুরুত্ব আরোপ করার যে নীতি নিয়েছে ভারতীয় বোর্ড, তার ফলেই এবারের দলীপ ট্রফি হচ্ছে নতুন ফর্ম্যাটে। ভারত-এ, ভারত-বি, ভারত-সি ও ভারত-ডি, চারটি দলের মধ্যে রয়েছে খেলা। আন্তর্জাতিক স্তরে যাঁরা নিয়মিত, তেমন ক্রিকেটারদেরও যে মাঝেমধ্যে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তা গত ফেব্রুয়ারিতেই স্পষ্ট করে দেওয়া হয়েছিলো বিসিসিআই-এর তরফে। রঞ্জি খেলতে রাজী না হওয়ায় কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই করা হয়েছিলো শ্রেয়স আইয়ার, ঈশান কিষণের মত তারকাকে। সেই নির্দেশের প্রতিফলন দেখা যাচ্ছে দলীপ ট্রফির (Duleep Trophy) স্কোয়াড গুলির দিকে তাকালেই। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল-সকলেই মাঠে নামছেন বিভিন্ন দলের হয়ে। জমজমাট লড়াইয়ের আশায় বুক বাঁধছেন ক্রিকেট অনুরাগীরা।

Read More: IPL 2025: দৌড়ে নেই যুবরাজ সিং, দিল্লী ক্যাপিটালসের মেন্টর হতে চলেছেন সুরেশ রায়না !!

‘উড়ন্ত’ শুভমানের ‘দুরন্ত’ ক্যাচ নজর কাড়লো-

Shubman Gill | Duleep Trophy | Image: Twitter
Shubman Gill | Duleep Trophy | Image: Twitter

বেঙ্গালুরু ও অবন্তীপুরায় রয়েছে দলীপ ট্রফির (Duleep Trophy) দু’টি ম্যাচ। প্রথমটিতে ভারত-এ মুখোমুখি হয়েছে ভারত-বি’র। আর দ্বিতীয়টিতে ভারত-সি খেলছে ভারত-ডি’র বিরুদ্ধে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকের ভারত-এ বনাম বি’র লড়াই জমে উঠেছে প্রথম দিনেই। বল হাতে শুরু থেকেই চাপ বাড়িয়েছে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারত-এ। বেশ ব্যাকফুটে অভিমণ্যু ঈশ্বরণের ভারত-বি দল। দ্রুত আউট হন অভিমণ্যু, যশস্বী (Yashasvi Jaiswal), সরফরাজ’রা। আশা ছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) কাছ থেকে। অতীতেও কঠিন পরিস্থিতিতে ধুন্ধুমার ব্যাটিং করে বহুবার দলকে রক্ষা করেছেন তিনি। কিন্তু প্রায় ২১ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরে নিজেকে মেলে ধরতে আজ ব্যর্থ হলেন তিনি। বাংলার আকাশ দীপের বলে উইকেট হারিয়ে এলেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার।

ঋষভ (Rishabh Pant) চেয়েছিলেন লং অফের উপর দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছক্কা হাঁকাতে। কিন্তু বল লাগে ব্যাটের নীচের দিকে। বলে যথেষ্ট দূরত্বে যায় নি তা। বরং উঠে গিয়েছিলো অনেকটা উপরে। মিড অফে ফিল্ডিং করছিলেন ভারত-এ’র অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।  অনেকখানি দৌড়ে গিয়েছিলেন তিনি, তারপরেও মনে হচ্ছিলো পাবেন না বলের নাগাল। শেষমেশ সামনের দিকে শরীর ছুঁড়ে দেন তিনি। সাফল্য এনে দেয় অধিনায়কের সেই ডাইভ। দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দী করেন তিনি। ক্যাচ ধরতে গিয়ে কাঁধে খানিক চোট’ও পেয়েছিলেন শুভমান (Shubman Gill)। মুখের ভঙ্গিই স্পষ্ট করেছিলো যন্ত্রণা। তবে তা গুরুতর কিছু নয়। কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যান তিনি। যোগ দেন সাফল্য উদ্‌যাপনেও। ১০ বলে ৯ রান করেই শেষ হয় ঋষভের ইনিংস। ৮০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ভারত-বি।

দেখে নিন শুভমানের ক্যাচ’টি-

স্বপ্নের ডেলিভারি আকাশ দীপের, ধুঁকছে ভারত-বি-

IND A vs IND B | Duleep Trophy | Image: Twitter
IND A vs IND B | Duleep Trophy | Image: Twitter

ঋষভ পন্থকে ফিরিয়েই থামেন নি আকাশ দীপ (Akash Deep)। বাংলার ডান হাতি পেসার ফিরিয়ে দেন নীতিশ কুমার রেড্ডিকেও। গুড লেন্থে পড়া বল আউটস্যুইং করে নীতিশের অফস্টাম্পের ঠিক উপরের অংশ চুম্বন করে বেরিয়ে যায়। ছিটকে যায় ‘বেল।’ ডিফেন্স করার ভঙ্গিতে ব্যাট নামিয়েছিলেন তরুণ অলরাউন্ডার, লাইন’ই বুঝে উঠতে পারেন নি তিনি। ‘গোল্ডেন ডাক করে ফিরতে হয় তাঁকে। ৮০ রানের মাথায় পঞ্চম উইকেটটিও হারায় ভারত-বি। এরপর ধস নামে তাদের ব্যাটিং-এ। ০ রান করে আউট হন ওয়াশিংটন সুন্দর। খাতা খুলতে পারেন নি সাই কিশোর’ও। ৯৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসেছিলো দল। তারকা খেলোয়াড়দের ব্যর্থতার দিনে ভারত-বি’র হয়ে উজ্জ্বল কেবল মুশির খান। মুম্বইয়ের তরুণ প্রতিবেদন লেখার সময় অবধি অপরাজিত রয়েছেন ৪৯ রানে। স্কোরবোর্ডে ৭ উইকেটের বিনিময়ে ১২১।

Also Read: IPL 2025: দুর্দান্ত চাল দিচ্ছে দিল্লী ক্যাপিটালস, ঋষভ পন্থকে সরিয়ে অধিনায়ক করছে MS ধোনির উত্তরসূরি’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *