বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে ভারত-এ বনাম ভারত-বি’র লড়াই। দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও লড়াইতে ফিরেছিলো ভারত-বি। দুর্দান্ত ১৮১ রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন মুশির খান (Musheer Khan)। মুম্বইয়ের তরুণের সৌজন্যে ৩০০’র গণ্ডী পেরোতে সক্ষম হয় দল। এরপর ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারে নি ভারত-এ। ২৩১ রানে গুটিয়ে যায় তারা। মুকেশ কুমার ও নভদীপ সাইনি ৩টি করে, সাই কিশোর ২টি উইকেট পান। ১টি করে উইকেট পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে ৯০ রানের লিড পাওয়ার পর ফের ব্যাট করতে নেমেছে ভারত-বি। আপাতত ম্যাচে চালকের আসনে তারা। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ইনিংস খেললেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ভাই মুশিরের মতই প্রতিভার স্বাক্ষর রাখলেন তিনিও।
Read More: অফ ফর্মের কাঁটায় বিদ্ধ শুভমান গিল, বাদ পড়ছেন বাংলাদেশ সিরিজ থেকে !!
টানা পাঁচটি চার মারলেন সরফরাজ-
ভারত-বি’র ওপেনিং জুটি কার্যকরী হলো না দ্বিতীয় ইনিংসেও। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) যখন ফেরেন, স্কোরবোর্ডে তখন ১৩। ভারতীয় দলের তরুণ তুর্কি করলেন কেবল ৯ রান। ব্যর্থ অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ফিরলেন ৪ রান করে। প্রথম ইনিংসে দাপুটে শতরান করা মুশির (Musheer Khan), দ্বিতীয় ইনিংসে খাতাই খুলতে পারেন নি। ২২ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে ধুঁকছিলো ভারত-বি। ঋষভ পন্থ’কে সাথে নিয়ে প্রত্যাঘাতের কাজটা শুরু করেন সরফরাজ খান’ই (Sarfaraz Khan)।
লাল বলের ফর্ম্যাটেই রীতিমত টি-২০’র ঢঙে ব্যাটিং করতে দেখা গেলো দুই তরুণকে। প্রতিপক্ষ বোলারদের ছন্দ খুঁজে পেতেই দিচ্ছিলেন না তাঁরা। প্রথম ইনিংসে ভালো বোলিং করেছিলেন আকাশ দীপ (Akash Deep)। দ্বিতীয় ইনিংসে তাঁর বিরুদ্ধে জ্বলে উঠলেন সরফরাজ। ১০তম ওভারের প্রথম বলটিতে কোনো রান আসে নি। পরের পাঁচটি বলকেই বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দেন সরফরাজ (Sarfaraz Khan)। কাট, ড্রাইভ, ফ্লিকের মত ধ্রুপদী শটের সাহায্যে এক ওভারেই তুলে নেন ২০ রান।
দেখুন সরফরাজের ঝোড়ো ব্যাটিং-
THE CLASS OF SARFARAZ KHAN. 🔥
– He hits 4,4,4,4,4 in an over in Duleep Trophy. 👏pic.twitter.com/AnyuYOzzp7
— Tanuj Singh (@ImTanujSingh) September 7, 2024
দুর্দান্ত ব্যাটিং ঋষভ পন্থের-
আকাশ দীপ’কে এক ওভারে পাঁচটি বাউন্ডারি মারলেও অর্ধশতকের গণ্ডী পেরোতে পারলেন না সরফরাজ খান (Sarfaraz Khan)। ৩৬ বলে ৪৬ করে আবেশ খানের বলে উইকেটরক্ষক ধ্রুব জুড়েলের হাতে ধরা পড়েন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। স্ট্রাইক রেট ১২৭.৭৮। তিনি আউট হওয়ার পর ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন ঋষভ পন্থ। তারকা উইকেটরক্ষক-ব্যাটার প্রথম ইনিংসে সাফল্য পান নি। ৯ বলে ৭ রান করে আউট হয়েছিলেন। মিড অন থেকে অনেকটা পিছন দিকে দৌড়ে তাঁর ক্যাচ তালুবন্দী করেছিলেন শুভমান গিল। সেই ব্যর্থতাকে ঝেড়ে ফেলে দ্বিতীয় ইনিংসে উজ্জ্বল তিনি। বাংলাদেশ সিরিজের আগে যা ভরসা যোগাবে টিম ইন্ডিয়াকে। বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। ৪৭ বলে করলেন ৬১ রান। মারেন ৯টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইক রেট ছিলো ১৩০-এর আশেপাশে। সরফরাজের সাথে ৭২ রানের জুটি গড়েন তিনি।
জমজমাট অন্তিম দিনের অপেক্ষা-
দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে প্রথম ইনিংসের শেষে ৯০ রানে এগিয়ে ছিলো ভারত-বি। দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে ভারত-এ’র উপর চাপ বাড়াতে চাইছে অভিমণ্যু ঈশ্বরণের দল। প্রতিবেদন লেখার সময় অবধি ৬ উইকেট হারিয়ে ১৫০ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছে তারা। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar) ও সাই কিশোর (Sai Kishore)। ইতিমধ্যে সাজঘরে ফিরে গিয়েছেন অভিমণ্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, মুশির খান, সরফরাজ খান, ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি। লিড আপাতত ২৪০। অন্তত ৩০০ রানের লক্ষ্য প্রতিপক্ষকে উপহার দিতে চাইবে তারা। চিন্নাস্বামীতে চতুর্থ দিনের পিচে এই রান তোলা সহজ হবে না ভারত-এ’র পক্ষে।
অবন্তীপুরে দলীপ ট্রফির (Duleep Trophy) অন্য ম্যাচে সম্মুখসমরে ভারত-সি ও ভারত-ডি। সেখানে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন ভারত-ডি’কে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে ফেলেছে ঋতুরাজ গায়কোয়ারের (Ruturaj Gaikwad) নেতৃত্বাধীন ভারত-সি। চতুর্থ ইনিংসে তাদের হয়ে কার্যকরী ইনিংস খেলেন রজত পতিদার (৪৪), আরিয়ান জুয়াল (৪৭) ও অভিষেক পোড়েল (৩৫*)। ৪৬ রান করেছেন অধিনায়ক ঋতুরাজ’ও। ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মানব সুতার।