চলছে দলীপ ট্রফির (Duleep Trophy) লড়াই। অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরে মুখোমুখি হয়েছে ভারত-এ ও ভারত-ডি। প্রথমে ব্যাটিং করেছিলো ভারত-এ দল। টপ-অর্ডার বিশেষ দাগ কাটতে না পারলেও শামস মুলানির (Shams Mulani) ৮৯ রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে তাদের প্রথম ইনিংস শেষ হয়েছিলো ২৯০ রানে। ব্যাট করতে নেমে বেশ হতদ্যম লেগেছে ভারত-ডি’কে। অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আউট হন ৭ বলে শূন্য রান করে। দেবদত্ত পাডিক্কালের (Devdutt Padikkal) লড়াকু ৯২ রান সত্ত্বেও ১৮৩ রানেই থেমে গিয়েছিলো ইনিংস। ১০৭ রানের লিড ছিনিয়ে নিয়েছিলো ভারত-এ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের উপর নিজেদের দখল আরও খানিক জোরদার করে নিয়েছে তারা। প্রথম সিং-এর (Pratham Singh) অসামান্য শতরানে ভর করে আপাতত চালকের আসনে ইন্ডিয়া-এ।
Read More: সৌন্দর্য্যে বলিউড নায়িকাদের পিছনে ফেলবেন বিরাট কোহলির শ্যালিকা, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
অসাধারণ শতরান প্রথম সিং-এর-
৩২ বর্ষীয় প্রথম ইনিংস প্রথম ইনিংসে সাফল্য পান নি। মাত্র ৭ করে ফিরতে হয়েছিলো বিদ্ব্যাৎ কাভেরাপ্পা’র (Vidwath Kaverappa) বলে। তিনি ব্যাট হাতে জ্বলে উঠলেন দ্বিতীয় ইনিংসে। ওপেন করতে নেমেছিলেন মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) সাথে। ৫৬ করে সাজঘরে ফিরে যান মায়াঙ্ক, কিন্তু টলানো যায় নি প্রথম’কে (Pratham Singh)। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ না দিয়েই স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে দেখা গেলো তাঁকে। ইনিংস যত এগোলো, ততই খোলস ছেড়ে বেরোলেন দিল্লীর ক্রিকেটার।
অবন্তীপুরের মাঠে চমৎকার সব শট মারতে দেখা গিয়েছে প্রথম সিং-কে (Pratham Singh)। শতরানের দোরগোড়ায় পৌঁছেও আগ্রাসনে ভাটা পড়ে নি তাঁর। যে বিদ্ব্যাৎ কাভেরাপ্পা প্রথম ইনিংসে তাঁকে আউট করেছিলেন, তাঁকেই ম্যাচের ৪৯তম ওভারের প্রথম তিনটি বলে ছক্কা ও জোড়া বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করে ফেলেন তিনি। রঞ্জি ট্রফিতে এর আগে ত্রিপুরার বিরুদ্ধে একটি শতরান করলেও দলীপ ট্রফিতে (Duleep Trophy) এই প্রথম শতক ছুঁলেন তিনি। শেষমেশ ১২টি চার ও ১টি ছক্কার সাহয্যে ১২২ রান করে উইকেট হারান সৌরভ কুমারের বলে।
দেখুন প্রথমের শতক ছোঁয়ার মুহূর্ত-
Pratham Singh brings up his maiden Duleep Trophy century with a 6,4,4 in the same over. 👏pic.twitter.com/clsctOLicj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 14, 2024
ম্যাচের রাশ আপাতত ভারত-এ’র হাতে-
১০৭ রানের লিড পাওয়া গিয়েছে প্রথম ইনিংসেই। তাই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারত-এ। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছে তারা। শুভমান গিল (Shubman Gill) ভারতীয় শিবিরে যোগ দেওয়ায় এই ম্যাচে অধিনায়কত্ব করছেন মায়াঙ্ক আগরওয়াল। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ৫৬। শতরান প্রথম সিং-এরও। প্রতিবেদন লেখার সময় অবধি ভারত-এ দলের স্কোর ২৬০ রান, ২ উইকেটের বিনিময়ে। হায়দ্রাবাদের তরুণ তুর্কি তিলক বর্মা’ও (Tilak Varma) অনবদ্য ব্যাটিং করছেন আজ। আপাতত তিনি অপরাজিত রয়েছেন ৬০ রানে। অপর প্রান্তে রয়েছেন অসমের রিয়ান পরাগ (Riyan Parag)। ভারত-ডি’র হয়ে একটি উইকেট নিয়েছেন শ্রেয়স আইয়ার, দ্বিতীয়টি নিয়েছেন সৌরভ কুমার। এখনও অবধি ৩৪২ রানে এগিয়ে রয়েছে ভারত-এ দল।
জমে উঠেছে ভারত-বি বনাম ভারত-সি ম্যাচ’ও-
দলীপ ট্রফির (Duleep Trophy) অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বি ও ভারত-সি। দুই দলই প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচগুলিতে জয় ছিনিয়ে নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। জিতলে ফাইনাল নিশ্চিত, তাই বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছে তারা। প্রথমে ব্যাটিং করে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত-সি তুলেছিলো ৫২৫ রান। বড় রানের ইনিংস খেলেন বাবা অপরাজিত (Baba Aparajith), ঈশান কিষণ (Ishan Kishan)। জবাবে ব্যাট করতে নেমে লড়ছে ভারত-বি।
গতকাল ভারত-বি’র স্কোরবোর্ডে ছিলো বিনা উইকেটে ১২৪ রান। আজ সকালে অবশ্য খানিক চাপে পড়েছে তারা। ১২৯ রানের মাথায় আউট হন নারায়ণ জগদীশন (N Jagadeesan)। তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটার করেন ৭০। গত ম্যাচের নায়ক মুশির খান (Musheer Khan) আজ ফিরেছেন ১৫ বলে ১ রান করেই। অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) সাথে ক্রিজে রয়েছেন সরফরাজ খান (Sarfaraz KHan)। প্রতিবেদন লেখার সময় অবধি তাদের স্কোর ১৪০/২।
Also Read: ৪, ৪, ৪, ৬, ৬, ৬…দলীপ ট্রফিতে দাপুটে প্রত্যাবর্তন ঈশান কিষণের, করলেন ধুন্ধুমার শতরান !!