প্রতিপক্ষের টিম মিটিং-এ ‘গেটক্র্যাশ’ ঋষভ পন্থের, কাণ্ড দেখে হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !! 1

বেঙ্গালুরু’র চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত-এ ও ভারত-বি। দুই দলের হয়ে ম্যাচে অংশ নিয়েছিলেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, আকাশ দীপ, কুলদীপ যাদব (Kuldeep Yadav), নভদীপ সাইনিদের মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক তারকা। উত্তেজক ম্যাচের আশা করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রত্যাশার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে ম্যাচটি। চার দিন জুড়ে জমজমাট বাইশ গজের দ্বৈরথ উপভোগ করতে পেরেছেন দর্শকেরা। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছে ভারত-বি। আকাশ দীপের (Akash Deep) ৯ উইকেট, মুশির খানের (Musheer Khan) ১৮১ রানের অসামান্য ইনিংসের জন্য এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে। আর থাকবে ঋষভ পন্থের জন্য’ও। ২১ মাস পর লাল বলের ফর্ম্যাটে নেমে নজর কেড়ে নিলেন তিনি।

Read More: হার্দিক-সূর্য নয়, টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার যোগ্য দাবীদার এই দুই তরুণ, জানালেন দীনেশ কার্তিক !!

বেঙ্গালুরুতে জয় পেলো ভারত-বি-

Musheer Khan | Duleep Trophy | Image: Getty Images
Musheer Khan | Duleep Trophy | Image: Getty Images

দলীপ ট্রফির (Duleep Trophy)  লড়াইটা জয় দিয়েই শুরু করতে সক্ষম হলো ভারত-বি। শুভমান গিল, কে এল রাহুলদের ভারত-এ’কে আজ চিন্নস্বামী স্টেডিয়ামে ৭৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো তারা। প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো তাদের। অভিমণ্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানের (Sarfaraz Khan) মত তারকা সাজঘরে ফেরার পর হাল ধরেন বছর উনিশের তরুণ মুশির খান। নভদীপ সাইনির সাথে জুটি গড়্রে ভারত-বি’কে লড়াইতে ফেরান তিনি। করেন ১৮১। তাঁর সৌজন্যেই প্রথম ইনিংসে ৩২১ রান তুলতে পারে দল। বল হাতে মুকেশ কুমার, নভদীপ সাইনি’রা ভারত-এ’কে রুখে দেন ২৩১ রানে। প্রথম ইনিংসে ৯০ রানের লিড হাতে ছিলো ভারত-বি’র। দ্বিতীয় ইনিংসে তা অনেকখানি এগিয়ে দেয় তাদের। সরফরাজ, ঋষভ পন্থের কার্যকরী ইনিংসের সুবাদে তারা করে ১৮৪।

চতুর্থ ইনিংসে ভারত-এ’র সামনে লক্ষ্য ছিলো ২৭৫ রান। চিন্নাস্বামীর পিচ যেমন আচরণ করছিলো, তাতে সেই রাস্তাটুকু অতিক্রম করার পথটা যে সহজ হবে না শুভমানদের (Shubman Gill) সামনে তা বোঝা গিয়েছিলো শুরু থেকেই। আবার ব্যর্থ হন ওপেনিং জুটি। মায়াঙ্ক আগরওয়াল ৩ ও অধিনায়ক শুভমান গিল ফেরেন ২১ রান করে। প্রত্যাঘাতের প্রয়াস ছিলো রিয়ান পরাগের (Riyan Parag)। কিন্তু ১৮ বলে ৩১ রান করে উইকেট হারান তিনিও। একপ্রান্ত সামলে যখন লড়ছিলেন কে এল রাহুল (৫৭), অপর প্রান্তে তখন তাসের ঘরের মত ভাঙতে থাকে ভারত-এ’র ব্যাটিং। ধ্রুব জুড়েল, তনুষ কোটিয়ান ফেরেন শূন্য করে। রান পান নি শিবম দুবে’ও। ৪২ বলে ৪৩ করে মরিয়া লড়াই চালিয়েছিলেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। কিন্তু শেষরক্ষা হয় নি। ১৯৮ তেই গুটিয়ে যায় ইনিংস।

মজার কাণ্ড ঘটালেন ঋষভ পন্থ-

Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images
Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images

২০২২ সালের ডিসেম্বরে শেষবার লাল বলের ফর্ম্যাটে মাঠে নেমেছিলেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা তাঁর ক্রিকেট কেরিয়ার থেকে কেড়ে নিয়েছিলো ১৬টা মাস। মার্চের শেষে আইপিএল দিয়ে প্রত্যাবর্তন ঘটান তিনি। এরপর টি-২০ বিশ্বকাপ ও ওডিআই খেললেও সাদা পোশাকে লাল বলের বিরুদ্ধে দেখা যায় নি তাঁকে। ২১ মাসের অপেক্ষা শেষে দলীপ ট্রফির (Duleep Trophy)  মঞ্চে দীর্ঘতম ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটালেন তিনি। প্রথম ইনিংসে ৭ করে আউট হলেও গতকাল দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ৬১ রান করেন ভারত-বি’র জার্সিতে। ৩৪ বলে পেরিয়েছিলেন অর্ধশতকের গণ্ডী। লড়াইতে রেখেছিলেন দল’কে। আজকেও চর্চায় জায়গা করে নিলেন ঋষভ।

দিনের শুরুতে যখন টিম হাডলে সকলকে পরিকল্পনা শোনাচ্ছিলেন ভারত-এ’র অধিনায়ক শুভমান গিল (ষুবমান গিল্ল), তখন আচমকাই সেখানে ঢুকে পড়েন ঋষভ (Rishabh Pant)। মন দিয়ে প্রতিপক্ষের স্ট্র্যাটেজি শুনতে দেখা যায়। তিনি যে প্রতিপক্ষের ক্রিকেটার তা হয়ত কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন ভারত-এ দলের তারকারাও। হুঁশ ফেরে হাডল শেষ হওয়ার পর। ততক্ষণে সরে দাঁড়িয়েছেন ঋষভ। আবেশ খান’কে (Avesh Khan) দেখা যায় ঋষভকে কিছু বলতে। হেসে উত্তর দিয়ে নিজেদের সাজঘরের দিকে রওনা দেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। ঋষভের এভাবে প্রতিপক্ষের টিম মিটিং-এ ঢুকে পড়ায় ঘটনায় মজা পেয়েছে সোশ্যাল মিডিয়া। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও।

দেখে নিন ভিডিও’টি-

Also Read: ৪, ৪, ৬, ৪, ৬…চেনা ছন্দে ঋষভ পন্থ, ঝোড়ো ইনিংস খেললেন দলীপ ট্রফির মঞ্চে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *