duleep-trophy-anshul-kamboj-took-fifer

অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরে চলছে দলীপ ট্রফির (Duleep Trophy) লড়াই। মুখোমুখি ভারত-বি ও ভারত-সি। প্রথম রাউন্ডের খেলায় সরাসরি জয় ছিনিয়ে নিয়েছে দুই দলই। ৬ পয়েন্ট করে রয়েছে তাদের ঝুলিতে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যারা জিতবে তারা সরাসরি জায়গা করে নেবে দলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে, ফলে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছে দুই শিবিরই। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত-সি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তাঁর আস্থার দাম দিয়েছেন ব্যাটাররা। অসাধারণ পারফর্ম্যান্স করেছেন ঈশান কিষণ, বাবা অপরাজিতের মত তারকা। ৫২৫ রান তারা তুলতে সক্ষম হয়েছে স্কোরবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলো ভারত-বি’ও। কিন্তু বাধার প্রাচীর তুলে দাঁড়ান অংশুল কম্বোজ। তাঁর সৌজন্যেই আপাতত এগিয়ে ভারত-সি।

Read More: ICC’র দায়িত্ব নিয়েই ক্ষমতা প্রদর্শন জয় শাহ-এর, একই দলে খেলাবেন ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের !!

ব্যাটিং স্বর্গে দুর্দান্ত বোলিং অংশুলের-

Anshul Kamboj | Duleep Trophy | Image: Twitter
Anshul Kamboj | Image: Twitter

অবন্তীপুরের যে মাঠে ভারত-বি বনাম ভারত-সি ম্যাচ হচ্ছে, তাকে মোটামুটি ব্যাটিং স্বর্গ বলা চলে। ঋতুরাজ, ঈশান, অপরাজিত-রান পেয়েছেন সকলেই। গতকাল দিনের শেষে ভারত-বি’ও উইকেট না হারিয়ে ১২৪ তুলে ফেলতে সক্ষম হয়েছিলো। দ্বিতীয় দিন প্রাণহীন পিচেও যেন বল হাতে প্রাণের সঞ্চার করলেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। হরিয়ানার ২৩ বর্ষীয় পেসারের জাদুতেই আপাতত ব্যাকফুটে ভারত-বি দল। প্রথম ধাক্কাটা দিয়েছিলেন একদম দিনের শুরুতেই। ‘সেট’ নারায়ণ জগদীশনকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ভাঙেন ১২৯ রানের ওপেনিং জুটি। এরপর ফেরান গত ম্যাচের নায়ক মুশির খান’কে। ১-এর বেশী এগোতে দেন নি তাঁকে। মুশিরের দাদা সরফরাজ (Sarfaraz Khan) তাঁর তৃতীয় শিকার। দলীপ ট্রফি’র অভিজ্ঞতা সুখের হলো না রিঙ্কু সিং-এর জন্য। ৬ রান করে অংশুলের শিকার হন তিনি। এরপর তিনি ফেরান নীতিশ কুমার রেড্ডিকেও (২)।

আইপিএলে নজরে থাকবেন অংশুল-

Anshul Kamboj and Hardik Pandya | Image: Getty Images
Anshul Kamboj and Hardik Pandya | Image: Getty Images

নতুন তারকাদের আইপিএলের (IPL) মত বড় মঞ্চে জায়গা করে দিতে পছন্দ করে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফ্র্যাঞ্চাইজি। জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা মুম্বইয়ের জার্সি গায়েই পরিচিত তৈরি করেছিলেন। ২০২৩-এর আইপিএলে নতুন মুখ আকাশ মাধওয়াল, তিলক বর্মারা নজর কেড়েছিলেন। ২০২৪-এর আইপিএলে মুম্বইয়ের হাত ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় পা রেখেছেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। আরও একবার তাদের স্কাউটরা যে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন তার প্রমাণ মিলেছে আজ দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে। যেভাবে কঠিন পরিস্থিতিতে বোলিং মাহাত্ম্যে ম্যাচ প্রতিপক্ষের মুঠো থেকে প্রায় কেড়ে নিয়েছেন তিনি, তাতে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদি কোনোভাবে অংশুলকে ধরে রাখতে না পারে মুম্বই ইন্ডিয়ান্স, তাহলে আসন্ন মেগা অকশনে দড়ি টানাটানি চলতে পারে তাঁকে নিয়ে।

চাপে ভারত-বি, লড়ছেন একা অভিমণ্যু-

Abhimanyu Easwaran | Image: Twitter
Abhimanyu Easwaran | Image: Twitter

গতকাল শক্ত ভিতের উপর ভারত-বি’র ইনিংসকে দাঁড় করিয়েছিলেন দুই ওপেনার। আশা ছিলো প্রতিপক্ষের ৫২৫ রানের স্কোরকে টপকে যাওয়ার। কিন্তু মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় আপাতত বেশ চাপে ভারত-বি দল। আজ সকালে ব্যক্তিগত ৭০ রানের মাথায় আউট হন নারায়ণ জগদীশন (N Jagadeesan)। এরপর মুশির খানের ব্যাট থেকে আসে ১ রান। চারে নামা সরফরাজ খান করেন ১৬। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট একাদশে যে তাঁকে দেখা যাবে না তা আরও স্পষ্ট হলো আজকের পারফর্ম্যান্সের পর। হতাশ করলেন রিঙ্কু সিং-ও। ৬ করে আউট হন তিনি। নীতিশ কুমার রেড্ডি করেছেন ২। প্রথম পাঁচটি উইকেটের প্রতিটিই জমা পড়েছে অংশুল কম্বোজের ঝুলিতে। ওয়াশিংটন সুন্দরকে ১৩ রানের মাথায় আউট করেছেন বিজয়কুমার বৈশাখ। প্রতিকূলতার মুখে লড়ছেন একা অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। প্রতিবেদন লেখার সময় অবধি ১২১ করে অপরাজিত তিনি।

Also Read: ৬, ৪, ৪, ৪…দলীপ ট্রফির আসরে প্রথম সিং-এর ‘পহেলা শতরান’, চালকের আসনে ইন্ডিয়া-এ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *