গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দলীপ ট্রফি (Duleep Trophy)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-এ ও ভারত-বি। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরে দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নেমেছিলো ভারত-সি ও ভারত-ডি। এবার বিসিসিআই-এর নির্দেশে একঝাঁক তারকা ক্রিকেটার নেমেছেন এই প্রতিযোগিতায়। যা বাড়তি আগ্রহ যুগিয়েছে টুর্নামেন্ট ঘিরে। শ্রেয়স আইয়ারের (Shryeas Iyer) নেতৃত্বাধীন ভারত-ডি’কে গতকালই হারিয়ে দিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ভারত-ডি। ৪ উইকেটের ব্যবধানে জিতেছে তারা। পক্ষান্তরে বেঙ্গালুরুতে খেলা গড়িয়েছেন অন্তিম দিনে। আজ রুদ্ধশ্বাস লড়াইয়ের গতিপ্রকৃতি কোন দিকে যায় তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। গতকাল অবধি চালকের আসনে ছলো ভারত-বি। আজ খেলায় ভারসাম্য ফিরিয়ে আনলেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)।
Read More: ভারতীয় দল থেকে ছুটি ঈশান-KL রাহুলের, আদর্শ বিকল্প খুঁজে পেলেন কোচ গম্ভীর !!
দলীপ ট্রফিতে দুর্দান্ত বোলিং আকাশ দীপের-
গত কয়েক মরসুম জুড়েই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। ২০২৪-এর দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে নামার আগে ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৭টি উইকেট নিয়েছেন তিনি। ভারত-বি’র বিপক্ষে ভারত-এ’র হয়েও জ্বলে উঠতে দেখা গেলো ডান হাতি ফাস্ট বোলার’কে। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪টি উইকেট। ফিরিয়েছিলেন ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। একটি অনবদ্য ডেলিভারিতে আউট করেছিলেন নীতিশ কুমার রেড্ডি’কে (Nitish Kumar Reddy)। গুড লেন্থে পিচ করা বল বুঝতেই পারেন নি তরুণ অলরাউন্ডার। তিনি ‘লিভ’ করেছিলেন। কিন্ত আকাশের ডেলিভারি অনেকখানি ইনস্যুইং করে নীতিশের অফস্টাম্পের বেল-এ চুম্বন করে চলে যায়। তাঁর উচ্ছ্বসিত প্রশংসায় মেতেছিলেন ক্রিকেটপ্রেমীরা।
দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত পারফর্ম্যান্স আকাশ দীপের (Akash Deep)। প্রথম ইনিংসে ৯০ রানের লিড পাওয়ার পরেও ভারত-বি যে শেষমেশ ভারত-এ’র সামনে আকাশছোঁয়া লক্ষ্যমাত্রা রাখতে পারে নি, তার প্রধান কারণ আকাশ দীপ’ই প্রথমেই প্রতিপক্ষ অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণ’কে ফিরিয়ে ধাক্কা দিয়েছিলেন তিনি। গত ইনিংসে ১৮১ করা মুশির খান’কে (Musheer Khan) খাতাই খুলতে দেন নি আকাশ। সরফরাজ খান একটানা পাঁচটি চার মেরেছিলেন তাঁকে। সামলে নিয়ে দারুণ ভাবে ম্যাচে ফেরেন বাংলার ক্রিকেটার। চতুর্থ দিনের সকালে তাঁর আগুনে স্পেলের সৌজন্যেই দ্রুত গুটিয়ে গেলো ভারত-বি। পরপর তুলে নেন ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর ও নভদীপ সাইনি’র উইকেট। ছুঁয়ে ফেলেন পাঁচ উইকেটের মাইলস্টোন। ম্যাচে ৯উইকেট নিয়ে ভারত-সি’র মানব সুতারকে পেরিয়ে আপাতত দলীপ ট্রফির (Duleep Trophy) সফলতম বোলার তিনিই।
দেখুন আকাশ দীপের আগুনে স্পেল-
FIVE WICKET HAUL BY AKASH DEEP. 🌟
RCB BLOOD 💥#AkashDeep #DuleepTrophy2024 pic.twitter.com/mbww6teyoq
— RAHUL (@TheIndianLad_7) September 8, 2024
জাতীয় দলে ফিরতে মরিয়া বাংলার পেসার-
বিহারে জন্ম হলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন আকাশ দীপ (Akash Deep)। ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি টেস্ট’ও খেলেছেন রাঁচীতে। ওপেনিং স্পেলে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। তারপর অবশ্য আর মাঠে নামা হয় নি। বুমরাহ, সিরাজদের ভীড়ে থাকতে হয়েছে পিছনের সারিতে। দলীপ ট্রফি’র (Duleep Trophy) প্রথম রাউন্ডের পর বাংলাদেশ সিরিজের জন্য দল গঠনের জন্য বৈঠকে বসবেন টিম ইন্ডিয়ার নির্বাচকমণ্ডলী। আকাশ দীপ চিন্নাস্বামীর বাইশ গজে যে পারফর্ম্যান্স করেছেন ভারত-এ’র জার্সিতে, তাতে আগারকারদের রেডারে নিঃসন্দেহে থাকবেন তিনি। টাইগার্সের মুখোমুখি হওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ রয়েছে ভারতের, তারপর থাকছে অস্ট্রেলিয়া সফর। বুমরাহ, সিরাজ ও শামি’র সাথে চতুর্থ পেসার হিসেবে যাওয়ার সম্ভাবনা ছিলো আর্শদীপ সিং-এর। কিন্তু দলীপের (Duleep Trophy) সাফল্য এগিয়ে দিতে পারে আকাশ’কে।