মানব সুথারের ফিরকির সামনে ব্যার্থ শ্রেয়স আইয়ারের ভারত ডি, দলীপ ট্রফির মঞ্চে প্রথম জয় ছিনিয়ে নিলো ভারত সি !! 1

দলীপ ট্রফি (Duleep Trophy 2024) জয়ের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ডি এবং ভারত সি। ঋতুরাজ গাইকোয়ার্ডের নেতৃত্বাধীন ভারত সি দল দলীপ ট্রফির প্রথম ম্যাচে শিরোপা জয় করলো। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ঋতুরাজ গাইকোয়ার্ডের গ্রুপ সি এবং শ্রেয়াস আইয়ারের গ্রুপ ডি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ গাইকোয়ার্ড। প্রথমে ব্যাটিং করতে এসে তাসের ঘরের মতন ভেঙে পরে ভারত ডি দলের ব্যাটিং। প্রথমে ব্যাটিং করতে এসে ৫ বলে ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অথর্ব টাইডে এবং ১২ বলে ১০ রান বানিয়ে ওপেনার যশ দুবেও প্যাভিলিয়নে ফেরেন।

ক্যাপ্টেন আইয়ার মাত্র ৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে সর্বাধিক ১১৮ বলে ৮৬ রানের ইনিংসটি খেলেন অক্ষর প্যাটেল। কঠিন সময়ে ব্যাটিং করতে এসে অক্ষয়ের এই ইনিংসের জন্য ভারত ডি দল ১০ উইকেট হারিয়ে ১৬৪ রান বানাতে সক্ষম হয়েছে। জবাবে ব্যাটিং করতে এসে ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত ডি দল। তবে কঠিন সময়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ পারফরমেন্স করেন বাবা ইন্দ্রজিৎ। ১৪৯ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে শেষ হয় ভারত সি দলের ব্যাটিং।

অসাধারণ প্রদর্শন দেখালেন মানব সুথার

Manav Suthar, duleep trophy 2024
Manav Suthar | Image: Getty Images

৪ রানের ট্রায়েল নিয়ে ব্যাটিং শুরু করে ভারত ডি। আবার একবার দ্রুত প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। ১৮ বলে ১৫ রান বানান অথর্ব টাইডে এবং ৯ বলে ৫ রান বানান যশ দুবে। ভারত ডি দলের হয়ে ৪৪ বলে ৫৪ রান বানান শ্রেয়স আইয়ার, ৭০ বলে ৫৬ রান বানান দেবদত্ত পদ্দিকাল এবং রিকি ভুই ৯১ বলে বানিয়েছেন ৪৪ রান। তবে বাঁকি খেলোয়াড়রা নিতান্তই ব্যার্থ হয়েছেন রান বানাতে। শেষের দিকে অক্ষর প্যাটেলের ২৮ রানের ইনিংসের দৌলতে ২৩৬ রানে শেষ হয় ভারত ডি দলের ব্যাটিং। ভারত সি দলের মানব সুথার দলের হয়ে ৭ উইকেট পেয়েছেন। মাত্র ৪৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৭টি উইকেট।

২৩৩ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে এসে ক্যাপ্টেন ঋতুরাজ ৪৬, আরিয়ান জুয়াল ৪৭, রজত পতিদার ৪৪, অভিষেক পোরেল ৩৫* ও মানব সুথার ১৯* রান বানিয়ে ভারত সি দলের হয়ে প্রথম জয় সুনিশ্চিত করেন। দুই ইনিংস জুড়ে ৮ উইকেট ও ২০ রান বানানোর জন্য ম্যাচের সেরা হয়ে ওঠেন মানব সুথার।

Read Also: Duleep Trophy 2024: ‘অবসর নিয়ে নাও…’ দলীপ ট্রফির মঞ্চে ব্যার্থ হতেই সমাজ মাধ্যমে সমালোচনার মুখে পড়লেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *