অভিষেক ম্যাচেই ইতিহাস সৃষ্টি গড়লেন মুশির খান, ইনিংস রক্ষার তাগিদে অক্ষরের লড়াই অব্যহত !! 1

দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এর প্রথম রাউন্ডের খেলা গড়ালো দ্বিতীয় দিনে। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ‘A’ দল ভারত ‘B’ এর মুখোমুখি হয়েছে। শুভমান গিলে নেতৃত্বে ভারত A দল মুখোমুখি হয়েছে অভিমন্যু ঈশ্বরনের ভারত ‘B’ দলের। প্রথম দিনে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছে শুভমান গিলের দল। প্রথম দিনেই ৯৪ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত ‘A’। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে দলের হয়ে দায়িত্ব নিলেন তরুণ মুশির খান।

ইতিহাস গড়লেন মুশির খান

Museer Khan,
Musheer Khan | Image: Twitter

৩৭৩ বলে ১৬ টি চার এবং পাঁচটি ছক্কার বিনিময়ে ১৮১ রানের ঝকঝকে ইনিংস খেললেন মুশির। এমনকি তাকে সঙ্গ দিয়েছেন পেসার নভদীপ সাইনি। সাইনি নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতরান স্কোর করলেন। ১৪৪ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাইনি। ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত A। তবে সাইনির সঙ্গে ২০৫ রানের পার্টনারশিপ গড়েন মুশির। ভারত A দলের হয়ে চারটি উইকেট পেয়েছেন আকাশ দ্বীপ দুটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ এবং আবেশ খান তাছাড়া একটি উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে কুলদীপ যাদবকে। তাদের দুজনের গুরুত্বপূর্ণ ইনিংসের দৌলতে ৩২১ রান বানাতে সক্ষম হয় ভারত B দল। এরপর ব্যাটিং করতে আসে ভারত A দল।

মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন ক্যাপ্টেন শুভমান গিল তবে দ্বিতীয় সেশন এর শেষ বলেই ২৫ রান বানিয়ে উইকেট হারান তিনি। এরপর খেলা শুরু হওয়া মাত্রই মায়াঙ্ক আগারওয়াল কে দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নের পথ দেখান পন্থ। দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন কেএল রাহুল (KL Rahul) এবং রিয়ান পরাগ (Riyan Parag)। দিনের শেষে ভারত ‘A’ দলের স্কোর ১৩৪ রানে দুই উইকেট। ভারত ‘B’ দলের হয়ে দুটি উইকেট সাইনিই নিয়েছেন। দ্বিতীয় দিন শেষে ১৮৭ রানে পিছিয়ে শুভমনরা।

অন্যদিকে ভারত সি ও ভারত ডি দল মুখোমুখি হয়েছে দুই দল প্রথম দিনেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন টসে জিতে ভারতীয় সি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়ার্ড ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে ব্যাটিং করতে এসে রীতি মতন সমস্যার সম্মুখীন হয় ভারত সি দল। মাত্র ৩৪ রানের মাথায় অর্ধেক দল প্যাভিলিয়নের ফিরে যায় এরপর ইনিংস সামলানো দায়িত্ব উঠে আসে অক্ষর প্যাটেলের কাঁধে দলের হয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলে অক্ষর। ১১৮ বলে ৬টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ৮৬ রান বানান তিনি। প্রথম ইনিংসে ১৬৪ রানে শেষ হয় ভারত সি দলের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৩ উইকেট নেন বিজয়কুমার বিশাক, অংশুল কম্বোজ ও হিমাংশু চৌহান ২ টি করে উইকেট পেয়েছেন।

দুই ইনিংসেই অক্ষরের লড়াই অব্যহত

Axar patel, duleep trophy 2024
Axar Patel | Image: Twitter

এই ইনিংসে জবাবে ভারতীয় ডি দলের হয়ে ব্যাটিং করতে আসেন ঋতুরাজ গায়কওয়ার্ড এবং সাই সুদর্শন। দুজনকে হর্ষিত রানা প্যাভেরিয়ানের পথ দেখান। একে একে ব্যর্থ হয়েছেন ভারত ডি দলের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বাধিক ১৪৯ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন বাবা ইন্দ্রজিৎ। তিনি ব্যতীত ৬১ বলে ৩৪ সনের ইনিংস খেলেছেন বাংলার অভিষেক পোরেল। আজ দ্বিতীয় দিনেই ১৬৮ রানে শেষ হয় ভারত ডি দলের ব্যাটিং। ভারত সি দলের হয়ে হর্ষিত রানা চারটি, অক্ষর পেটেল ও সারেন্স জৈন দুটি করে উইকেট নিয়েছেন।

এরপর ভারতীয় সি দল আবার ব্যাটিং শুরু করলে খুব জলদি ২ ওপেনার নিজেদের উইকেট হারিয়ে ফেলেন। দলের হয়ে ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দেবদত্ত পদ্দিকাল, তাছাড়া ৪৪ বলে দ্রুত ৫৪ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন্স আইআর। পাশাপাশি, রিকি ভূঁইয়ের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। কেবলমাত্র ২০৬ রানেই আট উইকেট হারিয়ে ফেলেছে ভারত সি দল। যদিও সি দলের হয়ে এখনও ১১ রানে ব্যাটিং করছেন অক্ষর প্যাটেল। দিনশেষে ২০২ রানে এগিয়ে ভারত সি।

Read Also: Duleep Trophy 2024: চিতার মতন লাফিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন ঋষভ পন্থ, হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন আগারওয়াল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *