এশিয়া কাপ ২০২৫ (ASIA CUP 2025) সুপার ফোরের লড়াই মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকল না, তা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা আর সেই উত্তেজনায় ঘি ঢেলে দিল পাকিস্তানি খেলোয়াড়রা। বরাবরই ভারত বনাম পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকে তুঙ্গে। বিগত কয়েক বছরে পাকিস্তান ও ভারতের ম্যাচে সেভাবে পরিস্থিতি বিগড়ে যেতে দেখা যায়নি। তবে, এবারের এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে টিম ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচে (India vs Pakistan) হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। আসলে, গ্রুপ পর্যায়ের ম্যাচ জেতার ভারতীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে দিয়েছিল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই। এমনকি, পাকিস্তানি দল ভারতীয় ড্রেসিং রুমে ঢুকে করমর্দন (Handshake incident between India and Pakistan) করতে চাইলেও ভারতীয় ড্রেসিং রুমে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভারতের বিরুদ্ধে AK47 সেলিব্রেশন করেন ফারহান

যার পর থেকেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের মধ্যে শুরু হয়ে গেছে নতুন এক যুদ্ধ। দুই দলের মধ্যে এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে ভারতীয় ব্যাটিং ইনিংসে পাকিস্তানি খেলোয়াড়রা অভিষেক ও শুভমান গিলের উপর চড়াও হয় উঠেছিলেন। যার পর, বিসিসিআই অভিযোগ করেছে পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ এবং ফারহানের বিরুদ্ধে, আর পাল্টা হিসেবে পিসিবি আইসিসি-র কাছে নালিশ করেছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের নামে। ফলে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা এবার নতুন মাত্রা পেয়েছে। বিসিসিআই-র অভিযোগ মূলত পাকিস্তানি দুই ক্রিকেটারের উচ্ছ্বাস প্রকাশের ধরনকে ঘিরে। তবে এবার UAE পুলিশ ফারহানের নামে গ্রেপ্তারি (Pakistani Player arrest) অভিযোগ দায়ের করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ফারহান অর্ধশতরান পূর্ণ করার পর ব্যাটকে কাঁধে তুলে ‘একে৪৭ সেলিব্রেশন’ (AK 47 celebration) করেন। অনেকের কাছে এটি যুদ্ধোন্মাদনা ছড়ানোর মতো কাজ বলে মনে হয়েছে।
Read More: অভিষেকেই আস্থা বিসিসিআই-এর, টি-২০’র পর ওয়ান ডে-তেও চালাবেন দক্ষযজ্ঞ !!
ফারহানকে গ্রেফতার করবে

বিসিসিআই (BCCI) বিষয়টি আইসিসি-কে (ICC) জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। এমনকি, দুবাই পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। সূত্রের খবর, দুবাই পুলিশ তাদের জমিতে সন্ত্রাসবাদ প্রচারের জন্য সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে মামলা করেছে এবং আজ তাকে গ্রেপ্তার করা হতে পারে। আজ পাকিস্তান দল বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচের উপরেই নির্ভর করে থাকবে দুই দলের ভাগ্য। আজকের জয়ী দল ভারতের বিরুদ্ধে আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে। তবে, বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের এই ইনফর্ম ব্যাটসম্যানকে কঠিন শাস্তি দিলে সমস্যায় পড়বে পাকিস্তান দল।