পুরানো দলে ফিরেছেন দ্রাবিড়, নিজ যোগ্যতায় জেতাতে চলেছেন IPL শিরোপা !! 1

ভারতীয় দল উড়ে গিয়েছে শ্রীলঙ্কায়, গতকাল প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার পরেই শ্রীলঙ্কা সফরের জন্য দলকে নিয়ে উড়ে গিয়েছেন তিনি। অন্যদিকে আজ সকালে একটি খবর সমাজ মাধ্যমে বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে। সেটি হল ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় এবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ফিরে আসতে চলেছেন। নিজের পুরানো দলকেই কোচিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের কিংবদন্তি প্লেয়ার ও বিশ্বকাপ জয়ী কোচ প্রায় তিন বছর ধরে ভারতীয় দলের সঙ্গে সময় কাটিয়েছেন।

লম্বা সময় ধরে তিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন, তার পাশাপাশি ভারতীয় দলের হয়ে তিন বছর কোচিং করার পর তিনি আর বড় দায়িত্ব নিতে চাইছেন না। ট্রফি জিতে নিজের কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন কোচ দ্রাবিড়। তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, এটা শোনা গিয়েছে যে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে চালিয়ে যেতে চাননি কারণ তিনি পরিবার থেকে নিজেকে দূরে রেখে বছরে ১০ মাস ভ্রমণ করতে চান না।

Read More: “ওরা চাইলেও…” ওয়ান ডে ও টেস্টে রোহিত-কোহলির খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য গম্ভীরের !!

রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন দ্রাবিড়

Dravid, ipl 2024
Rahul Dravid | Image: Getty Images

টি-টোয়েন্টি লিগে, দ্রাবিড়কে বছরে ২-৩ মাস ফ্র্যাঞ্চাইজির সাথে থাকতে হবে, যে কারণে এবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এন্ট্রি নেওয়ার পরিকল্পনা রয়েছে দ্রাবিড়ের (Rahul Dravid)। প্রাক্তন ভারত দলের কোচ অতীতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে পরামর্শদাতা এবং কোচ হিসাবে কাজ করেছেন। ২০১৭ সালে দিল্লি ডেয়ারডিবিলস বা তৎকালীন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে শেষ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করেন রাহুল, এরপর অবশ্য দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ এবং ইন্ডিয়া এ এবং ভারতের জুনিয়র দলের কোচ হিসেবে কাজ করেছেন।

তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচকে এবার দেখা যাবে রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচ হিসেবে। দলের হয়েও আগে খেলে এসেছেন দ্রাবিড়। গত ৩ বছর ধরে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara), ২০২২ সালে তার নেতৃত্বে রাজস্থান আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছিল এবং ২০২৩ সালে দল কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। পাশাপশি, ২০২৪ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্সের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। ২০২৪ সালের ক্রিকেট বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড়কে আবার মাসিয়া বানাতে চায় রাজস্থান রয়্যালস।

Read Also: Rahul Dravid: প্রতিবেশী দেশের হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, বার্ষিক এত কোটি টাকার চুক্তিতে হলেন রাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *