টিম ইন্ডিয়ার পর এই ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, পেলেন কোটি টাকার অফার !! 1

ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কোচ হলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তার কোচিংয়ে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে ২০২৪’সালের বিশ্বকাপের খেতাব জয় করেছিল। ২০২১ সাল থেকে ভারতীয় দলের দায়িত্ব পালন করে এসেছেন রাহুল, তবে এই কিংবদন্তি তারকা আর জাতীয় দলের সঙ্গে সময় কাটাবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করেছে।

ভারতীয় দলের কোচ হিসেবে সফল দ্রাবিড়

Rahul dravid, rohit sharma and Virat kohli
Rahul Dravid, Rohit Sharma and Virat Kohli | Image: Twitter

এখন বেশ কিছু রিপোর্ট উঠে আসছে যেখানে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার পরে, তাকে আসন্ন আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করার অফার এসেছে। সূত্রের খবর অনুযায়ী, দ্রাবিড় রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচ হতে পারেন। শ্রীলঙ্কার সাবেক অভিজ্ঞ খেলোয়াড় কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) পরিবর্তে কোচ হিসেবে মনোনীত হতে পারেন। জানা গিয়েছে, ইংল্যান্ড ক্রিকেট দলের সাদা বলে কোচ হতে পারেন শ্রীলঙ্কার সাবেক এই কিংবদন্তি।

Read More: বিরাট-রোহিতের থেকে ভরসা উঠলো গুরু গম্ভীরের, T20- ODI’এর পর রিয়ানকে টেস্টে দিলেন এন্ট্রি !!

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস দলের হয়ে আগেও কাজ করেছেন রাহুল (Rahul Dravid), এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি আইপিএলের শেষের কয়েকটি সিজিন খেলেছিলেন। আইপিএলের মঞ্চে খুব বেশি সফল না হতে পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজস্থান দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন দ্রাবিড়। এরপর, দলের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন তিনি। অন্যদিকে, সিনিয়র লেবেলে দ্রাবিড়ের কোচ হিসাবে পারফর্মেন্স ছিল বেশ ভালো, ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের আমলে টিম ইন্ডিয়া বেশ কয়েক সোনালী মুহূর্তের মুখোমুখি হয়েছিল।

রাজস্থানে ফিরছেন দ্রাবিড়

Rahul Dravid , bcci| Image: Getty Images,
Rahul Dravid | Image: Getty Images

তবে, দ্রাবিড়ের কোচিংয়ে প্রাথমিক দিনগুলি ছিল চ্যালেঞ্জিং, তার কোচিংয়ে ভারত ২০২২ সালের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রদর্শন ছিল খুবই সাধারণ। যদিও ২০২৩ সালে দ্রাবিড়ের অধীনে থাকা টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে গিয়েছিল। তবে মেগা ফাইনালে জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া।

দুবার’ই শিরোপা লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছে ভারতকে। তবে শেষমেষ এই বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় আয়োজিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল অসাধারণ ক্রিকেট খেলে পুরো টুর্নামেন্ট জুড়ে বিস্ময়কর পারফর্মেন্স বজায় রেখে ট্রফি জয় করেই দ্রাবিড় তার ক্যারিয়ার ইতির ঘোষণা দেন।

Read Also: Rahul Dravid: নতুন দায়িত্বে রাহুল দ্রাবিড়, এই দেশের কোচ হিসেবে জেতাবেন বিশ্বকাপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *