ishan kishan and sheyas iyer, rohit sharma
Ishan kishan and sheyas iyer,

IND vs AFG: T20 বিশ্বকাপের আগে শেষবারের মতন টিম ইন্ডিয়াকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে। প্রথম বারের জন্য ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে আফগানিস্তান। এই সিরিজটি (IND vs AFG) হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ সিরিজে দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষান (Ishan Kishan)। দুই ক্রিকেটারের উপর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। এবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানালেন আসল কারণ।

উপলব্ধতার ইঙ্গিত দেননি ঈশান

Ishan Kishan, ind vs afg
Ishan Kishan | Image: Getty Images

প্রথমত ঈশান কিষান সম্পর্কে জানা গিয়েছিল যে ঈশান মানসিক অবসাদে ভোগার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ কাটতেই BCCI’এর থেকে ছুটির আবেদন করেছিলেন। যে কারণে লাল বলের ফরম্যাটে খেলতে দেখা যায়নি তাকে, তবে অন্যদিকে ভারতীয় দলের কোচ দ্রাবিড় দাবি করছেন যে ঈশান নাকি বিরতি নেওয়ার পরে কবে আবার ভারতের জার্সিতে ফিরতে চান সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। তাই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে BCCI।

দ্রাবিড় (Rahul Dravid) মন্তব্য করে বলেছেন, “কোনো শৃঙ্খলা ভঙ্গের জন্য ঈশানকে বাদ দেওয়া হয়নি, তিনি দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীনই বিশ্রাম চেয়েছিল। আমরা সেটা মঞ্জুর করেছিলাম। তবে তিনি নির্বাচনের জন্য উপলব্ধ কিনা জানাননি। যে কারণেই তাকে দলে সুযোগ দেওয়া হয়নি।”

অতিরিক্ত ব্যাটসম্যানের জন্য সুযোগ হলো না আইয়ারের

Shreyas Iyer, ind vs afg
Shreyas Iyer | Image: Getty Images

সূত্রের খবরে এটা প্রকাশ্যে এসেছিল যে, দক্ষিণ আফ্রিকায় টেস্টে শ্রেয়সের ব্যাটিং পছন্দ হয়নি নির্বাচকদের। যে কারণেই তাকে রঞ্জি খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় শ্রেয়সকে নিয়েও মুখ খোলেন এবং তিনি জানান, “শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ার কারণ কোনও শৃঙ্খলাজনিত কারণ নয়, ও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, ওকে না পাওয়াটা দুর্ভাগ্যজনক। আসলে দলে অনেক ব্যাটসম্যান হয়ে গিয়েছে, তাই আর বাড়তি ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া হলো না।” শ্রেয়স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ T20 ম্যাচ খেলেছিল যেখানে অর্ধশতরানের একটি নক ভক্তদের উপহার দিয়েছিলেন। আফগানিস্তান সিরিজ চলাকালীন অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন আইয়ার।

আরও পড়ুন | IND vs AFG, 1st T20I STATS PREVIEW: ভারত-আফগানিস্তানের প্রথম ম্যাচে ভাঙতে চলেছে এই ৯ টি রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *