সমাপ্ত হলো দিল্লি প্রিমিয়ার লিগ (DPL 2024)। চলতি বছরের উদ্বোধনী মরশুমে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে শিরোপা জয় সুনিশ্চিত করলো ইস্ট দিল্লি রাইডার্স। সুপার দিল্লি সুপারস্টারজকে হারিয়ে প্রথম মৌসুমে শিরোপা জয় করলো হিম্মত সিংয়ের দল। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে ইস্ট দিল্লি রাইডার্স দলের দুই ওপেনার অনুজ রাওয়াত ও সুজল সিং প্যাভিলিয়নে ফেরেন। দলের পারফরম্যান্স ছিল খুবই সাধারণ, ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইস্ট দিল্লি। অধিনায়ক হিম্মত সিং, হার্দিক শর্মা ফাইনাল ম্যাচে চূড়ান্ত ভাবে ফ্লপ হয়েছিলেন।
অনুজ ১০, সুজল ৫, হিম্মত ২০, হার্দিক ২১ ও কাব্য গুপ্তার ১৬ রানের ইনিংস শেষ হলে দলের হয়ে মায়াঙ্ক রাওয়াত ও হর্ষ ত্যাগীর দুর্দান্ত ফাইট ব্যাক খেলায় ফেরায় ইস্ট দিল্লিকে। শেষ ওভারে ক্যাপ্টেন আয়ুশ বাদনীর নেওয়া ভুল সিদ্ধান্তে ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। শেষ ওভারে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে অর্ধশতরান পূর্ন করেন মায়াঙ্ক। এরপর শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান তিনি এবং দলকে ১৮৩ রানের লক্ষমাত্রায় পৌঁছে দেন।
DPL’এর প্রথম মরশুমে কিস্তিমাত ইস্ট দিল্লি রাইডার্সের
রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারে ২২ রান তুলে ফেলে দক্ষিণ দিল্লি সুপারস্টারজ। কিন্তু ওভারের শেষ বলে প্রিয়ান্স আর্য ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মেগা ফাইনালে দেখা গেল না ক্যাপ্টেন বাদোনির কোনো ক্রিয়াকলাপ। ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের হয়ে অ্যাঙ্করের ভূমিকা পালন করেছেন তেজস্বী দাহিয়া। দলের হয়র সর্বাধিক ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। দাহিয়া এক প্রান্ত সামাল দিচ্ছিলেন তো ওপর প্রান্তে তাসের ঘরের মতন ভেঙে পড়ছিল।
সিমারজিৎ সিং ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট তুলে ফেলেন। শেষ ওভারে দিল্লি সুপারস্টারজ দলের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। প্রথম দুই বলে ছক্কা ও চারের বিনিময়ে ওভার শুরু করেন দিগ্বেশ রথী। তৃতীয় বলে ডট দিয়ে খেলায় রোমাঞ্চ বাড়িয়ে দেন রৌনক। তবে চতুর্থ বলে আবার একটি বাউন্ডারি হাঁকান দিগ্বেশ। শেষ দুই বলে প্রয়োজন ৫ রানের, তবে সেই রান তুলতে ব্যার্থ হন দিগ্বেশ এবং দিল্লি প্রিমিয়ার লিগের (DPL 2024) প্রথম মরশুমে জয় সুনিশ্চিত করলো ইস্ট দিল্লি রাইডার্স।