DPL 2024: আইপিএলের জনপ্রিয়তা ফ্র্যাঞ্চাইজি টি-২০’র দুনিয়ায় এক বিপ্লব এনেছে রীতিমত। BBL, BPL, CPL-এর মত টুর্নামেন্ট শুরু হয়েছে আগেই। স্থানীয় টি-২০ টুর্নামেন্টগুলিতেও এখন লেগেছে পেশাদারিত্বের ছোঁয়া। বেড়েছে বিনিয়োগ। আইপিএলের ধাঁচে প্রথম শুরু হয়েছিলো তামিলনাড়ু প্রিমিয়ার লীগ। এরপর কর্ণাটক প্রিমিয়ার লীগ হয়েছে। এই বছরই প্রথম আয়োজিত হয়েছিলো বেঙ্গল প্রো টি-২০ লীগ। একই পথে এবার হাঁটলো দিল্লী’ও। গতকাল থেকে পথচলা শুরু করেছে দিল্লী প্রিমিয়ার লীগ (DPL)। ঋষভ পন্থ, ঈশান্ত শর্মা, অনুজ রাওয়াত, যশ ধূল, হর্ষিত রাণা, সুয়শ শর্মা, হৃত্বিক শোকিন, নভদীপ সাইনিদের মত আন্তর্জাতিক বা আইপিএলের মঞ্চের পরিচিত মুখেদের দেখা যাবে টুর্নামেন্টে। প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিলো পুরানি দিল্লী সিক্স ও সাউথ দিল্লী সুপারস্টার্স।
Read More: IPL শুরুর আগেই ভোলবদল CSK-র, এই নতুন নামে পরিচিতি পাবে দল !!
ধুন্ধুমার ইনিংস আয়ুষ বাদোনি’র-
বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিলো সাউথ দিল্লী সুপারস্টার্স (SDS)। তাদের অধিনায়ক আয়ুষ বাদোনিকে (Ayush Badoni) পাওয়া গেলো আক্রমণাত্মক মেজাজে। এর আগে আইপিএলে (IPL) লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে একাধিক ঝোড়ো ইনিংস খেলতে দেখা গিয়েছে তাঁকে। দিল্লী প্রিমিয়ার লীগের (DPL) উদ্বোধনী ম্যাচেও ব্যাট করলেন সেরা ছন্দেই। প্রিয়াংশ আরোরা’র (৫৭) তৈরি করা মঞ্চে রানের ইমারত গড়তে দেখা গেলো আয়ুষ’কে (Ayush Badoni)। জ্বলে ওঠেন প্রতিপক্ষের বাম হাতি স্পিনারের বিরুদ্ধে। পরপর চারটি ডেলিভারিকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে দেখা যায় তাঁকে। প্রথম দুটি বল উড়ে যায় বোলারের মাথার উপর দিয়ে। তৃতীয় ছক্কাটি মারেন স্লফ স্যুইপে ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়ে। চতুর্থ বলটি ফের বোলারের মাথার উপর দিয়ে গিয়ে আছড়ে পড়ে সাইটস্ক্রিনে। ৫৭ রানের ধুন্ধুমার ইনিংস খেলেন তিনি।
দেখে নিন DPL-এ বাদোনির বিস্ফোরক ব্যাটিং-
Four 6️⃣s in a row by Captain Ayush Badoni 🫡#AdaniDelhiPremierLeagueT20 #AdaniDPLT20 #DilliKiDahaad pic.twitter.com/H6Jzyqd16J
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 17, 2024
জয় পেলো সুপারস্টার্স, হার পন্থদের-
গতকালের ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো ঋষভ পন্থের (Rishabh Pant) পুরানি দিল্লী সিক্স। ৪১ বলে ৫৯ করেন পুরানি দিল্লীর অর্পিত রাণা। অধিনায়ক ঋষভ’কে চেনা ছন্দে পাওয়া যায় নি। অরুণ জেটলি স্টেডিয়ামে ৩৫ রান করলেও তিনি খরচ করেন ৩২ বল। ডেথ ওভারে ঝড় তোলেন বংশ বেদী। মাত্র ১৯ বলে ৪৭ করে অপরাজিত থাকেন তিনি। সাউথ দিল্লী সুপারস্টার্সদের হয়ে বল হাতে ছন্দে ছিলেন শুভম দুবে। তিনি ২ উইকেট নেন।
নির্ধারিত ২০ ওভারে পুরানি দিল্লী স্কোরবোর্ডে যোগ করে ৩ উইকেটে ১৯৭ রান। এরপর রান তাড়া করতে নামা সাউথ দিল্লীর মসীহা হয়ে ওঠেন প্রিয়াংশ আরোরা। ৩০ বলে ৫৭ করেন তিনি। এরপর বাদানো’র বিক্রমে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সুপারস্টার্সরা। দিল্লী প্রিমিয়ার লীগের (DPL) ইতিহাসে ৩ উইকেটের ব্যবধানে ছিনিয়ে নেয় প্রথম জয়। পন্থের দলের হয়ে প্রিন্স যাদব ৪ উইকেট নিলেও ম্যাচ জেতাতে পারেন নি।