জনপ্রিয় নৃত্যশিল্পী ও সাবেক ভারত অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলিকে (Dona Ganguly) উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্যের ঝড় উঠেছে সম্প্রতি। নেট দুনিয়ায় অপমানজনক ভাষা ও বডি শেমিংয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত আইনি পথে হাঁটলেন সৌরভ পত্নী। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডোনা গাঙ্গুলি। অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী সূত্রের খবর, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোনার নৃত্য পরিবেশন ঘিরেই মন্তব্যের এই ঝড় শুরু হয়। ৪৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত ডোনা গাঙ্গুলি।
গভীর সমস্যায় ডোনা গাঙ্গুলি

বিশেষ করে ওডিশি নৃত্যে তাঁর পরিচিতি রয়েছে দেশ-বিদেশ জুড়ে। ডোনার দাবি, একটি নির্দিষ্ট ফেসবুক পেজ থেকে টানা হেনস্তা করা হয়েছে তাঁকে। শুধু বিরূপ মন্তব্যই নয়, এমনকি, তাঁর একাধিক ছবি ব্যবহার করে করা হয়েছে কুৎসিত পোস্ট। ডোনা অভিযোগ দায়ের করে জানিয়েছেন, সমাজ মাধ্যমে চলতে থাকা এই ধরনের মন্তব্য তাঁর ব্যক্তিগত মর্যাদা, খ্যাতি ও পেশাগত অবস্থানকে সরাসরি আঘাত করেছে। বডি শেমিং ও অসম্মানজনক ভাষা ব্যবহার কোনও মহিলার পক্ষেই হেয়প্রতিপন্ন হওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, ডোনা তাঁর অভিযোগের সঙ্গে ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশট জমা দিয়েছেন। ওই পেজের সঙ্গে যুক্ত একটি মোবাইল নম্বরও পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।
অভিযোগ দায়ের গাঙ্গুলি পত্নীর

তদন্তকারীরা ইতিমধ্যেই সেই নম্বরের খোঁজ-খবর শুরু করেছে। পাশাপাশি পেজটির অ্যাডমিন কারা, কোন জায়গা থেকে পোস্টগুলি করা হয়েছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হেনস্তার জন্য দায়ীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ডিজিটাল ফরেনসিক প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তকে শাস্তির আওতায় আনতে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেও আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন। এই প্রথম নয়, আগেও সমাজ মাধ্যমে নানান সমস্যার মুখোমুখি হয়েছিলেন ডোনা। কয়েক মাস আগেই, সৌরভ ও ডোনার একমাত্র কন্যা সানা গাঙ্গুলি (Sana Ganguly) পুলিশের কাছে তাদের সমাজ মাধ্যমের একাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন।