আবার একবার খবরের শিরোনামে উঠে আসলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) পরিবার। আসলে, সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলির সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক হওয়ার কথা উঠে এসেছে। এই প্রথম নয়, এই নিয়ে এক বছরের মধ্যে তিনবার ডোনার সমাজ মাধ্যমের একাউন্ট হ্যাক করা হয়েছে। গোটা ঘটনায় বিরক্ত হয়ে রয়েছে গাঙ্গুলি পরিবার। ডোনা গঙ্গোপাধ্যায়- এর ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে এবং প্রোফাইলের নামও পরিবর্তন করা হয়েছে। ডোনার নতুন প্রোফাইল ‘ডোনা’ নাম লেখা থাকলেও সেটা আরবি ভাষায় লেখা হয়েছে।
একাউন্ট হ্যাক হয়েছে ডোনা গাঙ্গুলির
গোটা ঘটনা জানাজানি হওয়ার পর ডোনা গাঙ্গুলির মধ্যে উদ্বিগ্নতা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মন্তব্য করে ডোনা বললেন, “কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুত আমায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফিরে পাব।” ডোনা আরও বলেছেন, “এই নিয়ে তিনবার আমার ফেসবুক হ্যাক হয়েছে। আমাকে কেন নিশানা বানানো হচ্ছে তা আমি বুঝতে পারছি না। আমি আমার এই ফেসবুক প্রোফাইলে শুধুমাত্র আমার নাচের ভিডিও শেয়ার করি। বারবার আমাকে বিব্রত হতে হচ্ছে।”
Read More: হার্ষিত রানার ড্রিম ডেবিউ, চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড দলকে দুরমুশ করলো টিম ইন্ডিয়া !!
আগেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল, সেখানে অপ্রীতিকর পোস্টও করা হয়েছিল। এমনকি ডোনা গাঙ্গুলির মৃত্যুর খবরও করা হয়েছিল। যদিও ডোনাকে নিয়ে যেসব পোস্ট করা হয়েছিল সেগুলো বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষায় নয় বরং মধ্যে প্রাচ্যের কোনো এক ভাষায় লেখা ছিল সেই সকল পোস্ট। এমনকি ডোনার প্রোফাইল থেকে অর্ধ নগ্ন মহিলাদের ফটোও শেয়ার করা হতো। তাছাড়া জানা গিয়েছে, কয়েকজন পরিচিত লোকজনদের নাকি পর্নোগ্রাফিও পাঠানো হয়েছে। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছিল ডোনাকে। বারবার কেন গাঙ্গুলি পরিবারকে নিশানা করা হচ্ছে তা নিয়ে চিন্তায় রয়েছে পুরো গাঙ্গুলি পরিবারই।
আগে সানার একাউন্টও হয়েছিল হ্যাক
এর আগে ২০১৭ সাল নাগাদ সৌরভ ও ডোনা কন্যা সানা গাঙ্গুলির ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল। তখনও তারা লাল বাজার থানায় অভিযোগ এনেছিল। তার পরেও ২০২১ সালে আবার সানার প্রোফাইল হ্যাক করে দুষ্কৃতীরা। এমনকি সে সময়ে সৌরভ ও ডোনার একাউন্ট থেকেও লাগাতার পোস্ট চলছিল। তখন লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের তরফে তিনটি ফেসবুকই বন্ধ করে দেওয়া হয়। তবে এবার ডোনার ফেসবুক হ্যাক হওয়ার পিছনে লালবাজার সাইবার ক্রাইম কি পদক্ষেপ নেয় তা দেখার।