disney-hotstar-loses-subscriber-because of bcci

BCCI: ভারতীয় ক্রিকেটে সামনেই রয়েছে বেশ কয়েকটি পরীক্ষা, আগামী সেপ্টেম্বর থেকে ভারতীয় দল এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচ খেলতে চলেছে। পাশাপাশি অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ (WC 2023)। ক্রিকেট আর এই বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতেই। ভারতীয় দল দীর্ঘ ১২ বছর পর আবার আইসিসির এই সুন্দর ট্রফি কে ঘরে রাখতে চাইবে। তবে ইতিমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত থাকা হটস্টার কে নিয়ে উঠে আসলো একটি খবর। আসলে ডিজনি+ হটস্টার তাদের স্ট্রিমিং সার্ভিসে তৃতীয় বারের মতো গ্রাহক হ্রাসের রিপোর্ট করেছে। ৯ মাসে ২ কোটি সাবস্ক্রাইবার হারিয়েছে হটস্টার। অক্টোবর-ডিসেম্বর ২০২২ থেকে ৩৮ লাখ পেমেন্ট সাবস্ক্রাইবার হারিয়েছে। পাশাপাশি, জানুয়ারী-মার্চ ২০২৩ থেকে ৪২ লাখ পেড সাবস্ক্রাইবার হারিয়েছে ও এপ্রিল-জুন ২০২৩ থেকে ১.২৫ কোটি পেড সাবস্ক্রাইবার হারিয়েছে এই সংস্থা।

Read More: আনুশকা শর্মার সাথে প্রতারণা করেছেন বিরাট কোহলি, শুরু করলেন তামান্না ভাটিয়ার সাথে ফ্লার্ট, ভাইরাল হলো ভিডিও !!

BCCI সরতেই সমস্যায় হটস্টার

Jay Shah, bcci
Jay Shah | Image: Getty Images

এবছর ভক্তরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023) ডিজনি-স্টারে উপভোগ করতে পারেনি কারণ এবছর আইপিএলের ডিজিটাল রাইটস (২০২৩-২০২৭ মরশুমের জন্য) ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। এমনকি, জিও সিনেমা অ্যাপে বিনামূল্যেই খেলা উপভোগ করছে ভক্তরা। আর তখন থেকেই কমতে থাকে ব্যবহারকারীদের সংখ্যা কমতে থাকে। এমনকি, সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্যও বিনামূল্যেই Disney+ Hotstar-এ খেলা দেখা যাবে। আর এরপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু হয়েছে হটস্টাররর স্বাস্ক্রাইবারদের সংখ্যা। জানা গিয়েছে, ডিজনি প্লাস হটস্টার এই ত্রৈমাসিকে শেয়ার বিক্রিতে ওয়াল স্ট্রিটের লক্ষ্যমাত্রা অতিক্রম করে গেলেও মোট আয় কমেছে। আগের থেকে অনেকটাই কমেছে সেই টাকার অঙ্ক।

জানা গিয়েছে, শুধু ভারত নয়, আমেরিকা ও কানাডায় এই ত্রৈমাসিকে ডিজনি ৩ লাখেরও বেশি সাবস্ক্রাইবার হারিয়েছে। গ্রাহকদের মন জয় করতে ডিজনি জানিয়েছে, শিগগিরই ইউরোপ, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্ট্রিমিং সেবার বিজ্ঞাপন সমর্থিত সংস্করণ চালু করবে তারা। এ বিষয়ে কথা বলতে গিয়ে, সিইও বব ইগার বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন বাজারের দিকে নজর রাখছি, ব্যাবসাকে লাভ জনক করার দিকে দেখছি। আমরা স্থানীয় প্রোগ্রামিংয়ে কম বিনিয়োগ করব তবে এখনও পরিষেবা বজায় রাখব।

Read More: ৪ কোটির গাড়িতে সস্ত্রীক রোহিত শর্মা, মুম্বইয়ের রাস্তায় মুহূর্তে জমলো ভীড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *