disney-hotstar-free-live-streaming wc-2023 and asia cup 2023

WC 2023: ২০২৩ মরশুম জুড়েই রয়েছে ক্রিকেটের মরশুম। আপাতত, এই মরশুমে সমাপ্ত হয়ে গিয়েছে  ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ (IPL 2023)। আর বর্তমানে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL) আর এই ফাইনালে ভারতীয় দল পৌঁছে গিয়েছে। তবে, এখানেই শেষ নয় ক্রিকেটের আসর। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বর মাসে জুড়ে ভারতের মাটিতেই চলছে বিশ্বকাপের মরশুম (WC 2023)। তবে, ক্রিকেটের ক্রেজ দিনদিন বেড়েই চলেছে। আসলে, এবছর জিও সিনেমাতে বিনামূল্যে দেখা গিয়েছে আইপিএল, তাই টেলিভিশনের পর্দা ছেড়ে মানুষজন চলে এসেছে মোবাইল স্ক্রিনে। প্রায় কোটি কোটি লোক দেখেছে খেলা এবার এই জিও সিনেমা তেই।

হটস্টার নিলো বড় সিদ্ধান্ত

Disnep + Hotstar, wc 2023
Disnep + Hotstar | Image: Twitter

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় গিয়েছে আইপিএল। তবে এবার আইপিএলের সাথে টেক্কা দিতে প্রস্তুত ডিজনি প্লাস হটস্টার। এশিয়া কাপ ২০২২, পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ও মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ , পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ও বর্তমানে WTC ফাইনাল ম্যাচটি দেখা যাচ্ছে।

আম্বানির সাথে টক্কর দিতে মাঠে নামলো হটস্টার

Mukesh Ambani, wc 2023
Mukesh Ambani | Image: Twitter

যদিও বিনামূল্যে কোনো খেলায় দেখা যায়না এই প্লাটফর্মে। তবে, ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর দিল ডিজনি প্লাস হটস্টার। আসন্ন এশিয়া কাপ ও আইসিসি বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা। তারা ঘোষণা করলো যে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ বানিয়ে দেবে এই প্লাটফর্ম। আসলে, এবছর আইপিএলে কোটি কোটি ভিউস সংগ্রহ করেছে। এবার মুকেশ আম্বানির সাথে টক্কর দিতে মাঠে নেমে পড়েছে হটস্টার। সূত্রের খবর অনুযায়ী, ডিজনি+ হটস্টারকে ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মাধ্যমে, সংস্থাটি ক্রিকেট এবং ভারতের যত বেশি সম্ভব মোবাইল ব্যবহারকারীদের কাছে আরও পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *