dipendra-airee-equals-yuvraj-record

এক ওভারে ছয় ছক্কার কথা আলোচনা হলেই ক্রিকেটপ্রেমীদের মনের পর্দায় ভেসে ওঠে যুবরাজ সিং-এর (Yuvraj Singh) মুখ। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ডারবানে জ্বলে উঠেছিলেন ভারতীয় অলরাউন্ডার। কুড়ি-বিশের ক্রিকেটে প্রথমবার ওভারের ছয়টি বলকেই পাঠিয়েছিলেন মাঠের বাইরে। টিম ইন্ডিয়াকে (Team India) এনে দিয়েছিলেন এক স্মরণীয় জয়।

এরপর এই দূর্গম শৃঙ্গ আরোহণ করেছেন কিয়েরণ পোলার্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে আকিলা ধনঞ্জয়’কে এক ওভারের প্রত্যেকটি বলে ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এবার ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টি-২০’র আসরে যুবরাজ (Yuvraj Singh), পোলার্ডের মত কিংবদন্তির সাথে একই আসনে বসলেন নেপালের দীপেন্দ্র আইরি (Dipendra Singh Airee)।

Read More: IPL 2024: ঘরের মাঠে বেকায়দায় পাঞ্জাব কিংস ব্যাটিং, রাজস্থানের জয়ের জন্য চাই ১৪৮ রান !!

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মেন্স টি-২০ প্রিমিয়ার কাপে আজ নেপাল মুখোমুখি হয়েছিলো কাতারের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দীপেন্দ্র আইরি। বোলার কামরান খানের এক ওভারেই ইতিহাস রচনা করেন দীপেন্দ্র (Dipendra Singh Airee)। দুরন্ত দীপেন্দ্র’র ব্যাটিং বিক্রমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলে ফেলে নেপাল। ২১ বলে ৬৪ করে অপরাজিত থাকেন দীপেন্দ্র সিং আইরি (Dipendra Singh Airee)। জবাবে ১৭৮ রানের বেশী এগোতে পারে নি কাতার।

৩২ রানে জয় পায় এভারেস্টের দেশ। এক ওভারে ছয় ছক্কার রেকর্ডের পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে দুইবার পরপর ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানোর নজিরও গড়লেন দীপেন্দ্র। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধেও পরপর ছটি ছক্কা মেরেছিলেন। তবে তা একই ওভারে ছিলো না।

যুবরাজ সিং-এর (Yuvraj Singh) রেকর্ড এর আগেও ভেঙেছেন দীপেন্দ্র সিং আইরি। ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের (Yuvraj Singh) ১২ বলে অর্ধশতকের রেকর্ড অক্ষত ছিলো বহুদিন। ২০২৩-এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ বলে অর্ধশতরান করে নতুন রেকর্ড করেন নেপালের তারকা। সেই ম্যাচে টি-২০ ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৩১৪ রানের নজিরও গড়ে ফেলে নেপাল।

একইসাথে রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড ভেঙে মাত্র ৩৪ বলে শতরান করে দ্রুততম শতকের মুকুট নিজের মাথায় পরেন কুশল মাল্লা। আসন্ন টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছে নেপাল। দীপেন্দ্র, কুশল মাল্লা-দের মত তারকাদের সৌজন্যে চমক দেওয়ার স্বপ্ন দেখতে পারে এশীয় ক্রিকেটের নতুন শক্তি।

দেখে নিন দীপেন্দ্র’র ছয় ছক্কা-

Also Read: IPL 2024: “এমনটা বরদাস্ত করা যায় না…” ঋষভ পন্থের কঠোর শাস্তি চেয়ে সরব অ্যাডাম গিলক্রিস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *