dinesh-lad-on-prithvi-shaw-downfall
Prithvi Shaw | Image: Getty Images

২০১৮ সালে উল্কার গতিতে উত্থান পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে জিতেছিলেন অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ। সিনিয়র দলের জার্সি গায়ে চাপাতেও বেশীদিন অপেক্ষা করতে হয় নি তাঁকে। কেরিয়ারের শুরুটা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শতরান করে। আগামী বছরগুলোতে ব্যাট হাতে ক্রিকেটবিশ্ব শাসন করবেন তিনি, ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। কেউ কেউ ‘দ্বিতীয় শচীন তেন্ডুলকর’ তকমাও জুড়ে দিয়েছিলেন পৃথ্বী’র (Prithvi Shaw) নামের পাশে। কিন্তু প্রত্যাশিত পথে এগোয় নি তাঁর কেরিয়ার। চোট-আঘাত, শৃঙ্খলাজনিত সমস্যা ও অফ ফর্মের কারণে ধীরে ধীরে ক্রিকেটের মূলস্রোত থেকে কার্যত হারিয়েই গিয়েছেন মুম্বইয়ের তরুণ। জাতীয় দল থেকে বাদ পড়েন ২০২১-এ। এই মুহূর্তে আইপিএল থেকেও দূরে তিনি। ঘরোয়া ক্রিকেটেও নড়বড়ে তাঁর অবস্থান। যেভাবে মুখ থুবড়ে পড়েছে তাঁর কেরিয়ার, তাতে হতাশ বর্ষীয়ান কোচ দীনেশ লাড।

Read More: ৬, ৬, ৬, ৬…রঞ্জি ট্রফিতে ঋষভ পন্থ ম্যাজিক, দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি বাম হাতি ব্যাটারের !!

পৃথ্বী প্রসঙ্গে অকপট দীনেশ লাড-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

পৃথ্বী’র (Prithvi Shaw) ২০১৮ সালের বিশ্বকাপজয়ী স্কোয়াডের সতীর্থ শুভমান গিল, রিয়ান পরাগরা যখন এগিয়ে চলেছেন সামনের দিকে, তখন তিনি যেভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন ক্রিকেটের মূলস্রোত থেকে, তা যন্ত্রণা দেয় দীনেশ লাড’কে (Dinesh Lad)। সম্প্রতি গৌরব মঙ্গলানির পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রোহিত শর্মা’র ছোটবেলার কোচ। সাক্ষাৎকারে নামা প্রসঙ্গের পাশাপাশি ওঠে পৃথ্বী’র ব্যর্থতার বিষয়টিও। তিনি জানিয়েছেন, “আমি পৃথ্বী’কে ছোটোবেলা থেকে দেখছি। তখন ওর মাত্র ১০ বছর বয়স ছিলো। আমি আগেও বলেছি যে প্রত্যেকের যাত্রাপথটাই তাদের নিজের। আমি জানি না ওর সাথে আদতে কি হয়েছিলো। কিন্তু পৃথ্বী শ খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে ও ভুল পথে এগোলো এবং নিজের ক্রিকেটটাকেই ধ্বংস করে বসলো।”

গত বছর আইপিএলের মেগা নিলামে তাঁর প্রতি আগ্রহ দেখায় নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি মুম্বই স্কোয়াড থেকেও বাদ পড়েন পৃথ্বী (Prithvi Shaw)। এতকিছুর পরেও তাঁর প্রতিভার প্রতি বিশ্বাসে মরচে ধরে নি দীনেশ লাডের। তিনি বলেছেন, “এখনও আমার মনে হয় ওর (পৃথ্বী শ) মত একজন ব্যাটার প্রয়োজন। যেভাবে ও ব্যাট করত… যদিও এই মুহূর্তে বেশ কয়েকজন দুর্দান্ত তরুণ ব্যাটার উঠে এসেছেন। উদাহরণস্বরূপ বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাথ্রেরা যেভাবে ব্যাটিং করছে, তাতে ওদের নিঃসন্দেহে আগামীর তারকা বলা যায়। ওরা প্রস্তুত হচ্ছে। ভারতীয় ক্রিকেট এখন প্রায় শীর্ষে রয়েছে।” পিছিয়ে যে পড়েছেন, তা জানেন পৃথ্বী (Prithvi Shaw) স্বয়ং। পুরনো ব্যর্থতা ভুলে শূন্য থেকে তাই শুরু করতে চান তিনি। মুম্বই থেকে এনওসি নিয়েছেন ইতিমধ্যে। মহারাষ্ট্রের হয়ে নামবেন আগামী মরসুমে।

ভুল বুঝেছেন পৃথ্বী স্বয়ং-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

মাঠে ও মাঠের বাইরে একাধিক বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কখনও তাঁর বিরুদ্ধে উঠেছে নিষিদ্ধ বস্ত সেবনের অভিযোগ, কখনও আবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। গত কয়েক বছরে তিনি যে ভুল পথে এগোচ্ছিলেন, তা বুঝতে পেয়েছেন তিনি। মাসকয়েক আগে নিউজ ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে খানিক আক্ষেপের সাথেই পৃথ্বী জানিয়েছেন, “অনেকগুলো বিষয় রয়েছে। মানুষজনের ধারণার বাইরে সেটা। আমি জানি আসলে কি হয়েছে। আমি বুঝতে পারি। আমি জীবনে প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি ক্রিকেটকে সময় দেওয়া কমিয়ে দিয়েছিলাম। আগে প্রচুর অনুশীলন করতাম। নেটে ৩ থেকে ৪ ঘন্টা ব্যাটিং করতাম। ব্যাটিং করার সময় কখনও ক্লান্ত হতাম না। দিনের অর্ধেকটা মাঠেই কাটত। আমি স্বীকার করছি যে আমার ফোকাস নড়ে গিয়েছিলো।”

Also Read: টি-২০তে ফিরছেন শুভমান গিল, প্রশ্নের মুখে এই তিন ক্রিকেটারের কেরিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *