RR এর বিরুদ্ধে হেরেই অবসর ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক, দেখা যাবে না লাল-ব্লু জার্সিতে !! 1

পরিসমাপ্তি ঘটলো আইপিএল ২০২৪ (IPL 2024) এর এলিমিনেটরের ম্যাচ। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়ালস এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR vs RCB)। চলতি মৌসুমে দুই দল বেশ দারুন ছন্দ দেখিয়েছে, পয়েন্ট তালিকার বিচারে তৃতীয় ও চতুর্থ স্থানে দুই দল অবস্থান করার কারণে আজ মুখোমুখি হয়েছিল দুই দল। তবে আজকের ম্যাচে পরাজয় স্বীকার করতে হলো ব্যাঙ্গালুরু দলকে। ম্যাচ শেষে অবসর ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক।

অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক

Virat Kohli and Dinesh Karthik, ipl
Virat Kohli and Dinesh Karthik | Image: Getty Images

আজকের ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথমে ব্যাটিং করতে এসে বেঙ্গালুরু দল ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান বানাতেই সক্ষম হয়েছিল। যদিও আজকের ম্যাচ জেতার জন্য এই রানটি যথেষ্ট ছিল না, ম্যাচ জিততে কমপক্ষে ২০০ রানের গণ্ডি টপকানো উচিত ছিল বেঙ্গালুরু দলের। যদিও সেই কাজ করতে ব্যর্থ হল কোহলি ব্রিগেড এবং আজকের ম্যাচে ছয় বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় রাজস্থান রয়ালস। আর আজকের ম্যাচ শেষেই অবসরের সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরু দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)। দীর্ঘ ১৭ বছর ধরে আইপিএল খেলে আসছেন কার্তিক, ২০১৩ সালে মুম্বাই দলের সঙ্গে প্রথম এবং একমাত্র শিরোপা জয় করেন তিনি।

অবসরের ঘোষণা দিলেন কার্তিক

Dinesh Karthik, ipl 2024
Dinesh Karthik | Image: Getty Images

পাশাপাশি পরবর্তী সময়ে আইপিএলে অধিনায়কত্বও করেছেন তিনি। প্রথমে দিল্লি ডেয়ারডেভিলস বর্তমানে দিল্লি ক্যাপিটালস নামে পরিচিত দলটির হয়ে আইপিএলে প্রথম ক্যাপ্টেন্সি করেছিলেন দীনেশ কার্তিক। এরপর কলকাতা নাইট রাইডার্স এর হয়ে একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কলকাতা দলকে ৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কার্তিক। এই সময়কালে ১৯ ম্যাচে জয় পেয়েছিল নাইট রাইডার্স। তবে ২০২০ মৌসুমেই আইপিএলের মাঝ পথেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কার্তিক, ২০২১ সাল পর্যন্ত কলকাতা দলের হয়ে খেলে এসেছেন তিনি।

তবে পরবর্তী সময়ে আইপিএলের মেগা নিলামে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলে আবার ফিরে আসেন দীনেশ কার্তিক। ৩ বছর ধরে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। চলতি মরসুমেও ব্যাট হাতে কামাল করেছেন কার্তিক। ১৫ ম্যাচে ৩৬.২২ গড়ে ও ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে ৩২৬ রান বানিয়েছেন তিনি। মৌসুমের শুরুতেই আইপিএল থেকে অবসর নেওয়ার আভাস দিয়েছিলেন কার্তিক এবং আজ ম্যাচ শেষে ভক্তদের তার অবসরের কথা জানিয়ে দিলেন।

Read Also: IPL 2024: “শব্দদূষণ বন্ধ হলো…” রাজস্থানের বিরুদ্ধে থামলো বেঙ্গালুরুর জয়রথ, নেটদুনিয়ায় তুমুল কটাক্ষের মুখে কোহলিরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *