IND vs ENG: ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ খেলা হচ্ছে রাঁচিতে। এই ম্যাচে আকাশদীপ সিং রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেকের সুযোগ পান। এই ম্যাচটি আকাশদীপের জন্য স্বপ্নের অভিষেক প্রমাণিত হয়েছে। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই খেলোয়াড় এই ম্যাচে জাসপ্রিত বুমরাহের জায়গায় খেলার সুযোগ পেয়েছেন। ম্যাচের চাপ কমানোর জন্য বুমরাহকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। আকাশদীপ সিং এই ম্যাচে টিম ইন্ডিয়াকে বুমরাহকে মিস করতে দেননি এবং এই ম্যাচে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত সূচনা এনে দেন।
রাঁচিতে দেখা গেল আকাশদীপের তাণ্ডব
ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে নতুন বলে ভারতকে দুর্দান্ত সূচনা দেন আকাশদীপ সিং। টিম ইন্ডিয়ার সমর্থকরা মনে করেছিলেন যে বুমরাহকে এই ম্যাচে অবশ্যই মিস করতে হবে। কিন্তু আকাশদীপ সিং তা হতে দেননি। তিনি তার প্রথম স্পেলে মাত্র ২৪ রানে ৩ উইকেট নেন। আকাশদীপ সিং এই সময়ে দুই ওপেনার জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেটকে আউট করেন। এছাড়া অলি পোপকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। নিজের স্পেলের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পেতে পারতেন আকাশদীপ সিং। নিজের দ্বিতীয় ওভারেই তিনি জ্যাক ক্রোলির উইকেট নেন, কিন্তু সেই বলটি ছিল নো বল। যার কারণে জ্যাক ক্রোলি আউট হওয়া থেকে রক্ষা পেলেও পরবর্তীতে তিনিই ক্রালিকে আউট করেন।
কী বললেন দীনেশ কার্তিক?
Akash Deep has been with RCB team for the last few years.#AkashDeep #DineshKarthik #RCB #INDvENG #CricketTwitter pic.twitter.com/cX2sPPB9jB
— InsideSport (@InsideSportIND) February 23, 2024
আকাশদীপ সিং-এর কারণে এই ম্যাচে টিম ইন্ডিয়া ম্যাচের প্রথম দিনেই ইংল্যান্ডের ঘাড়ে চেপে বসেছে। তার এই পারফরমেন্স যে কোন খেলোয়াড়ের জন্য স্বপ্নের অভিষেক হতে পারে। আর এই পেস বোলারের সাফল্যের পিছনে বিরাট কোহলি তথা আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অবদান রয়েছে বলে মনে করছেন দীনেশ কার্তিক। জিও সিনেমায় ধারাভাষ্য দেওয়ার সময় কার্তিক বলেন, “এর কৃতিত্ব আরসিবির স্কাউট টিমকে অবশ্যই দিতে হবে। ২-৩ বছর আগে ওকে খুঁজে বার করে দলে জায়গা করে দেওয়া হয়। তারপর থেকেই ওর পিছনে অনেক পরিশ্রম করা হয়েছে। তারই সুফল পাওয়া যাচ্ছে এখন। “