২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। এ বছর একের পর এক টুর্নামেন্ট খেলতে দেখা যাচ্ছে ক্রিকেট বিশ্বের এক একটি দেশকে। এমনকি এ বছরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট, ক্রিকেট বিশ্বকাপ (WC 2023) এবং ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৩। বাকি রয়েছে প্রায় ৩ মাস। এর মধ্যে শুরু হতে চলেছে ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচি প্রকাশ করেছে আইসিসি ক্রিকেট । এবার ৫ ই অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে। এবার অনুষ্ঠিত হবে মোট ৪৮ টি ম্যাচ এবং ১০ টি মাঠে এই ম্যাচগুলো খেলা হবে। তবে, বিশ্বকাপ শুরুর আগেই দিনেশ কার্তিক (Dinesh Karthik) করলেন বড় ভবিষ্যদ্বাণী। দীনেশ তার পছন্দের ৪ সেমি ফাইনালিস্ট বেছে নিলেন।
Read More: WC 2023: প্রকাশিত হলো বিশ্বকাপ ২০২৩’এর সময়সূচি, এই মাঠেই মুখোমুখি ভারত-পাকিস্তান !!
সেমি ফাইনালের জন্য ৪ দল বেছে নিলেন ডিকে
ক্রিকেট খেলার পাশাপাশি বর্তমানে কমেন্ট্রি করতে দেখা যায় দীনেশ কার্তিক কে । আর সেই সুবাদে অনেক জ্ঞান অর্জন করেছেন দীনেশ। এমনকি তিনি তার কমেন্ট্রির জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। খেলার মাঠে তার ধারণা সম্পর্কে সবাই জানেন, আর তিনি বেছে নিলেন তার সেরা চারটি দল বিশ্বকাপ ২০২৩ এর জন্য। ২০১৯ বিশ্বকাপে, ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ দখল করেছিল। নিউজিল্যান্ডকে ফাইনালে সুপার ওভারে হারিয়ে তারা জয় করে শিরোপা যেকারণে, এবারও ইংল্যান্ড শিরোপার দাবিদার। দীনেশ মনে করেন যে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে এবারের বিশ্বকাপে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। এর পাশাপাশি এই তালিকায় দক্ষিণ আফ্রিকা থাকতে পারে বলে মনে করেন কার্তিক।
বীরু-মুরলিরাও বেছে নিয়েছে তাদের সেরা ৪ দল
উল্লেখযোগ্য ভাবে, সেমিফাইনালে পৌঁছাতে পারে এমন দলগুলোর নাম দিয়েছেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ (Virendra Sehwag) এবং প্রাক্তন শ্রীলঙ্কার খেলোয়াড় মুরালিধরন (Muttiah Muralitharan)। দুজনের মতেই, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল সেমি ফাইনাল খেলবে বলে মনে করেন। পাশাপাশি, সেহবাগ মনে করেন যে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল খেলা হতে পারে অন্যদিকে মুরালীধরন মনে করেন, ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা হতে পারে। ৮ ই অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। আর ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্ব ক্রিকেটের সবথেকে ম্যাচটি হতে চলেছে।