ক্রিকেট জগতে অন্যতম চর্চিত চরিত্র হলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ভারতীয় দলের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ব্যাক্তিগত জীবন কখনও সুখে আবার কখনও দুঃখে কেটেছে। নিজের ভুলের কারণেই প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তার। মাত্র ২১ বছর বয়সেই বাড়িতে। নিজের ছোটবেলার প্রেমিকা নিকিতা বানজারাকে বিবাহ করেন দীনেশ কার্তিক। তবে সেই বিবাহ সুখের ছিল না, ছোটবেলার বান্ধবীকে নিজের কাছের বন্ধুর থেকে ধোকা খেতে হয়েছিল।
নিজের দোষেই সংসারে ফাটল ধরে দীনেশের
তবে ২০১২ সাল নাগাদ ঘটতে থাকব ঘটনায় হক চকিয়ে যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সেই সময় দীনেশ কার্তিকের গর্ভবতী স্ত্রী প্রেমে পড়েন কার্তিকের সতীর্থ মুরলী বিজয়ের (Murali Vijay)। যদিও মুরলী বিজয় ছিলেন কার্তিকের ঘনিষ্ঠ একজন বন্ধু। সেই সূত্রেই নিয়মিত বিজয়ের যাতায়াত ছিল কার্তিকের বাড়িতে। যদিও কার্তিক পরে জানতে পারেন যে, মুরলী বিজয়ের সন্তান গর্ভে ধারণ করে রয়েছেন নিকিতা।
দীনেশের পিতা ও নিকিতার পিতা ছিলেন বন্ধু, সেই সূত্রে ছোট থেকেই দীনেশ ও নিকিতা একে অপরের বন্ধু। দুজনের মধ্যে অল্প বয়সেই ভালোবাসা তৈরি হয় যা বিয়ের রূপও নিয়েছিল। তবে, দীনেশ কার্তিক তাদের এই সম্পর্ক ভাঙ্গায় মস্ত বড় ভুল কাজটি করেছিলেন। আসলে, ঘরোয়া ক্রিকেট থেকেই একে ওপরের বন্ধু ছিলেন কার্তিক ও বিজয়, একসাথে একই আইপিএল দলেও খেলেছেন দুজন।
Read More: বিশ্বকাপ জয়ী অধিনায়ক MS ধোনিকে বাদ দিয়ে ঘোষণা হলো টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা একাদশ, বিরাট সহ এই প্লেয়াররা পেলেন সুযোগ !!
রঞ্জি ম্যাচে নিকিতা-বিজয়ের প্রেম কাহিনী জানতে পারেন কার্তিক

সূত্রের খবর অনুযায়ী, কোনো এক আইপিএল মরশুম চলাকালীন কার্তিক নিকিতার সঙ্গে বিজয়ের সাক্ষাৎ করান আর তার কিছু সময় পর দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ঠিক কত বছর তাঁরা এই সম্পর্কে জড়িয়েছিলেন তার প্রকাশ করেননি কার্তিক বা বিজয় কেউই।
২০১২ সালে রঞ্জি ট্রফি চলাকালীন কর্ণাটকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় হাজারে ট্রফি ম্যাচ চলাকালীন, দীনেশ তার স্ত্রী নিকিতা ও মুরালি বিজয় সম্পর্কের জানতে পেরেছিলেন। কিন্তু সেইসময় বিষয়টা নিয়ে জলঘোলা করেননি কার্তিক এবং ঐ বছরেই নিকিতার সঙ্গে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন কার্তিক।