সপ্তাহ ঘুরলেই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের মহারণ, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। আসন্ন বিশ্বকাপের জন্য প্রতিটি দল ২৫ মে তাদের পরিবর্তিত স্কোয়াড জমা দিতে পারবে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে হতে পারে মস্ত বড় পরিবর্তন। আইপিএল থেকে অবসর নেওয়ার পর বিশ্বকাপ দলে এন্ট্রি নিতে চলেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
চলতি আইপিএল মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন দীনেশ কার্তিক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে চলতি মৌসুমে উইকেট কিপিং এবং ফিনিশিং এর ভূমিকা গিয়েছিল। তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজিত হয়ে এলিমিনেটরের ম্যাচে তিনি তার আইপিএল ক্যারিয়ার শেষ করলেন। চলতি মরশুমে ব্যাট হাতে ১৩ ইনিংসে ৩৬ ২২ গড়ে ও ১৮৭.৩৬ গড়ে ৩২৬ রান বানিয়েছিলেন। চলতি আইপিএল মৌসুমে তার ব্যাট থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস এসেছিল।
Read More: ফাইনাল জিততে রিঙ্কু সিংয়ের উপর বাজি ধরবেন গৌতম গম্ভীর, চিপকে তুলবে রানের বৃষ্টি !!
আইপিএলে দারুন ফর্মে ছিলেন কার্তিক
মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে চলতি মরশুমে কার্তিকের ব্যাট থেকে আসা বিস্ফোরণ নিয়েও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) তার প্রশংসা করেছিলেন। তার এই পারফরমেন্সের পর নেটিজেনরা তাকে বিশ্বকাপ দলে নির্বাচন করার আবদারও জানান। যদিও বিশ্বকাপ দল প্রকাশ্যে আসতে জানা যায় ভারতীয় দলের উইকেট রক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। যদিও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) দলে জায়গা বানিয়ে নিয়েছিলেন কার্তিক। টুর্নামেন্ট জুড়ে তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেননি ডিকে। আসন্ন বিশ্বকাপে কার্তিককে আবার দেখা যাবে, তবে এবার ক্রিকেটার হিসেবে নয় একজন ধারাভাষ্যকার হিসাবে।
বিশ্বকাপ দলে এন্ট্রি নিচ্ছেন কার্তিক
ক্রিকেটের পাশপাশি ধারাভাষ্যকার হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন কার্তিক। আসন্ন বিশ্বকাপে নতুন ভূমিকায় ডিকের নজরকাড়া পারফরমেন্সের উপর নজর থাকবে নেটিজেনদের। ধারাভাষ্যকার হিসাবে সুযোগ পেয়ে বেশ খুশি দীনেশ কার্তিক। আইসিসিকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, “এই প্রতিযোগিতা অন্যান্য প্রতিযোগিতার থেকে একেবারে ভিন্ন, এবার ২০টা দল, ৫৫ টি ম্যাচ, নতুন স্টেডিয়াম, এরকম পরিস্থিতিতে ধারাভাষ্যকার হিসাবে যুক্ত হতে পারাটা দারুন অনুভূতির।” ভারতীয় ধারাভাষ্যকার’দের মধ্যে দীনেশ কার্তিক ছাড়াও, রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে, সুনীল গাভাস্কাররা রয়েছেন এই তালিকায়।