আর মাত্র বাঁকি রয়েছে দুইটি ম্যাচ, দুই ম্যাচ বাদেই জানা যাবে আইপিএলের ১৭ তম সিজিনের (IPL 2024) বিজেতা কোন দল। এরই মাঝে আইপিএলকে আলবিদা ঘোষণা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)। গতকাল ম্যাচ শেষে আলবিদা ঘোষণা করলেন দীনেশ, ৩৮ বছর বয়সী দীনেশ কার্তিকের ক্যারিয়ারে ঘটলো অবসান। বিরাটের আলিঙ্গন, টিমের গার্ড অব অনার, যেন মনে করিয়ে দিল, দীনেশ কার্তিক একটা সফর শেষ করলেন। ২০০৪ সাল থেকে বড় মঞ্চে খেলার সুযোগ পেয়েছিলেন কার্তিক। এমনকি ১৭ বছর ধরে আইপিএলের মেগা মঞ্চেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ।
চোখের জলে বিদায় নিলেন কার্তিক
টানা ছয় ম্যাচ জয়ের পর অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিজয়রথ থামলো রয়্যাল চ্যালেঞ্জার্স দলের। রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসা উইনিং শটটি আসতেই আবেগঘন হয়ে ওঠেন দীনেশ কার্তিক। ম্যাচ শেষে বিরাট কোহলির কাঁধে মাথা রেখে কেঁদে ফেলেন কার্তিক। তারপর কোহলির নেতৃত্বে পুরো দল ‘গার্ড অব অনার’ দেয় তাঁকে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের দিকে হাত তুলে প্যাভিলিয়নে ফেরেন ডিকে। সরকারি ভাবে অবসরের ঘোষণা না করলেও চলতি আইপিএলের আগে বেশ কয়েকবার আইপিএল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর গতকাল তিনি তার লম্বা ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে আলবিদা জানালেন।
Read More: RR এর বিরুদ্ধে হেরেই অবসর ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক, দেখা যাবে না লাল-ব্লু জার্সিতে !!
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ঘটলো অবসান
১৭ বছরের আইপিএল ক্যারিয়ার জুড়ে দীনেশ কার্তিক (Dinesh Karthik) ২৫৭ ম্যাচের ২৩৭ ইনিংসে ২৬.৩২ গড়ে ও ১৩৫.৩৬ স্ট্রাইক রেটে ৪৮৪২ রান বানিয়েছেন। পাশাপশি, ২২ বার অর্ধ-শতরান হাঁকিয়েছেন তিনি। চলতি মরশুমে কার্তিক ১৫ ম্যাচে ৩৬.২২ গড়ে ও ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে ৩২৬ রান বানিয়েছেন, এমনকি তার এই পারফরমেন্সের পর বিশ্বকাপের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবিও উঠেছিল। তবে, বিশ্বকাপ দলে তাকে এবারের জন্য দেওয়া হলো না সুযোগ, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের জন্য ভারতের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল কার্তিককে। ক্রিকেটকে আলবিদা ঘোষণা করলেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন ডিকে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে তাকে।