জন্মদিনের দিনেই আবেগঘন বার্তা দীনেশ কার্তিকের, আন্তর্জাতিক ক্রিকেটকে জানালেন আলবিদা !! 1

সব ধরণের ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)। নিজের ৩৯তম জন্মদিনেই এই বড় ঘোষণা করে ফেললেন ডিকে। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকেও আলবিদা ঘোষণা করেছেন কার্তিক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩’এর এলিমিনেটরে পরাজয়ের পর অবসরের ঘোষণা দেন কার্তিক। চলতি আইপিএল মরশুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কার্তিক, ১৫ ম্যাচে ৩৬.২২ গড়ে ও ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে ৩২৬ রান বানিয়েছেন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে পেশাদারি ক্রিকেটের সঙ্গে যুক্ত তিনি।

Read More: বিরাট নন, টি-২০ বিশ্বকাপে ভারতের X-ফ্যাক্টর হবেন এই তারকা, সৌরভ গাঙ্গুলীর বয়ানে চাঞ্চল্য !!

অবসরের ঘোষণা করলেন দীনেশ কার্তিক

Dinesh Karthik, t20 world cup 2024
Dinesh Karthik | Image: Getty Images

এমনকি, মহেন্দ্র সিং ধোনির আগেই ভারতীয় ফলে এন্ট্রি নেন কার্তিক। তবে একাধিকবার ভারতীয় দল থেকে বাদ পড়েছেন আবার একাধিক বার কামব্যাকও করেছেন কার্তিক (Dinesh Karthik)। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কার্তিক তার ক্যারিয়ার অবসানের কথা জানিয়েছেন। কার্তিক জানিয়েছেন, “গত কয়েক দিন আমি অনেক স্নেহ, ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত। আমার সকল ভক্তদের কাছে আমি গভীর ভাবে কৃতজ্ঞ। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে আমি ভেবেছি এবং আমি এবার ক্রিকেটকে আলবিদা ঘোষণা করতে চাই। আনুষ্ঠানিক ভাবে আমার খেলার দিন গুলির পেরিয়ে আমার অবসরের ঘোষণা করেছে। সামনের নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

পাশপাশি তিনি জানিয়েছেন, “আমি আমার কোচ, আমার অধিনায়কদের, নির্বাচক, সতীর্থ ও সাপোর্টিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে লম্বা সময় ধরে আমরা এক দীর্ঘ যাত্রাকে আনন্দদায়ক এবং উপভোগ্য করে তুলেছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে।

জন্মদিনের দিনেই আবেগঘন বার্তা দিলেন ডিকে

Dinesh karthik
Dinesh Karthik | Image: Getty Images

কার্তিক (Dinesh Karthik) আরও বলেছেন যে, “এই সময়কালে আমার বাবা-মা আমার প্রধান শক্তি এবং সমর্থনের স্তম্ভ ছিল। তারা বা তাদের আশীর্বাদ ছাড়া আমি আজ যা হয়েছি তা হতে পারতাম না। আমি আমার স্ত্রী দীপিকার কাছেও অনেক কৃতজ্ঞ, তিনিও একজন পেশাদার ক্রীড়াবিদ। সমস্ত ভক্তদের অসংখ ধন্যবাদ, আপনাদের সমর্থন ও শুভকামনা ছাড়া ক্রিকেট ও ক্রিকেটারদের অস্তিত্ব থাকত না।” ভারতীয় দলের জার্সিতে কার্তিক ২৬ টেস্টে ২৫ গড়ে ১০২৫ রান বানিয়েছেন তিনি। ওডিআই ফরম্যাটে ৯৪ ম্যাচে ৩০.২১ গড়ে ১৭৫২ রান বানিয়েছেন ও টি-টোয়েন্টি ফরম্যাটে কার্তিক ৬০ ম্যাচে ২৬.৩৮ গড়ে ও ১৪২.৬২ স্ট্রাইক রেটে ৬৮৬ রান বানিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কার্তিককে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে।

Read Also: Dinesh Karthik: IPL থেকে অবসর নিতেই বিশ্বকাপ দলে এন্ট্রি নিলেন দীনেশ কার্তিক, খেলবেন নজর কাড়া ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *