আবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি কার্তিক-বিজয়, পুরানো শত্রুতা হবে চুকতা !! 1

আবার একবার মুখোমুখি হতে চলেছে দীনেশ কার্তিক (Dinesh Karthik) ও মুরালি বিজয় (Murali Vijay)। সমাজমাধ্যমে ২ চর্চিত চরিত্র হলেন তারা। দুজনেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের জনপ্রিয় ক্রিকেটার, চেন্নাই সুপার কিংসের হয়ে তৃতীয় আইপিএল সিজিন থেকে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মুরলি বিজয়। এরপর ভারতীয় দলের হয়ে সাদা বলের ফরম্যাটে সুযোগ পেলেও তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। তবে, পরে লাল বলের ফরম্যাটে ভারতের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

অন্যদিকে খুব অল্প বয়সেই ভারতের হয়ে অভিষেক করেছিলেন কার্তিক (Dinesh Karthik)। প্রথম দিকে ক্যারিয়ার স্থায়ী না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের সদস্য ছিলেন। তাছাড়া ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মঞ্চে তিনি দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ভক্তদের মন জয় করেছেন। বিজয় ও কার্তিকের মধ্যে ব্যাক্তিগত সম্পর্ক ভিন্ন ধরনের। দীনেশ কার্তিককে ধোঁকা দিয়েই তার স্ত্রী নিকিতাকে বিবাহ করেন বিজয়। ছোটবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারার সঙ্গে প্রেম ও বিয়ে ডিকে-র।

Read More: Dinesh Karthik: “ওকে ছাড়া হবে না…” চ্যাম্পিয়ন্স ট্রফি’র জন্য ভারতের টিম কম্বিনেশন বাছলেন দীনেশ কার্তিক !!

আবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি কার্তিক-বিজয়

আবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি কার্তিক-বিজয়, পুরানো শত্রুতা হবে চুকতা !! 2

মাত্র ২১ বছর বয়সে ২০০৭ সালে দুজনে সাত পাকে বাঁধা পড়েন। কার্তিকের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নিকিতাকে বেশ পছন্দ করতেন বিজয়। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বেড়ে যায়, ২০১২ সালে রঞ্জি ট্রফির সময় কার্তিক জানতে পারেন মুরলী-নিকিতার সম্পর্কের কথা। এমনকি সেইসময় গর্ভবতী ছিলেন নিকিতা, আর নিকিতা নাকি বিজয়ের সন্তান ধারণ করে ছিলেন। ফলে কার্তিকের সাথে বিচ্ছেদের পর নিকিতার সাথে বিবাহ সেরে ফেলেন মুরলি বিজয়।

দুজনেই তামিলনাড়ু দলের হয়ে ক্রিকেট খেলতেন। পাশাপাশি ভারতীয় দল ও আইপিএলের মঞ্চেও তাদেরকে একসাথে খেলতে দেখা গিয়েছে। ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর লেজেন্ডস লীগ ক্রিকেটে মুখোমুখি হতে চলেছেন দুজনে। কার্তিক সাউথ সুপারস্টার দলের হয়ে খেলবেন তো কার্তিক ইন্ডিয়া ক্যাপিটালস দলের হয়ে খেলবেন। ভক্তরা এই ম্যাচ দেখতে অধীর আগ্রহে রয়েছেন।

বিজয় ও কার্তিকের দুই দলের স্কোয়াড

সাউথ সুপারস্টার- দিনেশ কার্তিক, এলটন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা, পবন নেগি, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমল, শ্রীভাতস গোস্বামী, হামিদ হাসান, নাথান কুল্টার নাইল, চিরাগ গান্ধী, সুবোথ ভাটি, রবিন বিস্ট, জেসাল করি, চতুরাঙ্গা ডি সিলভা, মনু কুমার।

ইন্ডিয়া ক্যাপিটালস – মুরলী বিজয়, অ্যাশলে নার্স, বেন ডাঙ্ক, ডোয়াইন স্মিথ, কলিন ডি ওরান্ডহোমে, নমন ওঝা, ধাওয়াল কুলকার্নি, ক্রিস এমপোফু, ফয়েজ ফজল, ইকবাল আবদুল্লাহ, কার্ক এডওয়ার্ডস, রাহুল শর্মা, পঙ্কজ সিং, জ্ঞানেশ্বর রাও, ভারত চিপলি, পারভিন্দর আওয়ানা, পবন সুয়াল, ইয়ান বেল।

Read Also: আইপিএল নিলামের আগে MI ছাড়ছেন অর্জুন তেন্ডুলকার, ২০ কোটির বিনিময়ে এই দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *