Dilpreet Bajwa: প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে যে একদিন সে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পাবে। কিন্তু প্রত্যেক খেলোয়াড়ের জন্য সুযোগ পাওয়া খুবই কঠিন। এমন খেলোয়াড়দের বিশ্বের অনেক দলে খেলতে দেখা যায়। ঠিক তেমনই তরুণ ব্যাটসম্যান হলেন দিলপ্রীত বাজওয়া (Dilpreet Bajwa), যিনি রোহিত-বিরাট’ দের মতন ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন এবং দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করাতেও চেয়েছিলেন। যদিও তা সক্ষম হয় ওঠেনি। তিনি যখন ভারতীয় দলে জায়গা পাননি, তখন তিনি কানাডার হয়ে খেলার কথা ভেবেছিলেন এবং বর্তমানে তিনি কানাডি দলেরই একজন সদস্য।
শতরানের ইনিংস খেললেন দিলপ্রীত
এ ছাড়া তিনি নানান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নিয়ে থাকেন। তিনি বর্তমানে কানাডায় অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন এবং সাম্প্রতিক এক ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের মুখ দেখিয়েছেন। কানাডিয়ান তরুণ ব্যাটসম্যান দিলপ্রীত বাজওয়া (Dilpreet Bajwa) বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন। সম্প্রতি তিনি মন্ট্রিল টাইগার্সের হয়ে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
Read More: ODI সিরিজের আগেই হাতাহাতিতে জড়ালেন রোহিত-বিরাট, কোচের তৎপরতায় মিটলো বিবাদ !!
ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে ব্যাট করে, দিলপ্রীত বাজওয়া (Dilpreet Bajwa) ৫৫ বলে ১০টি চার ও ৬ ছক্কার সাহায্যে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। বর্তমান সময়ে কানাডা দলের একাধিক খেলোয়াড়রাই হলেন ভারতীয়। তারা ভারতের নানা রাজ্যের হয়ে ঘরোয়া লীগ খেলার পর জাতীয় দলে খেলার সুযোগ না পেয়ে কানাডার হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ২১ বছর বয়সী দিলপ্রীতের কথা বলতে গেলে তিনি ১ ওডিআই ম্যাচে ১৯ রান বানিয়েছেন। তাছাড়া ৬টি টি টোয়েন্টি ম্যাচে ১১০ রান বানিয়েছেন।