মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ পড়া যেন দুই প্রতিবেশী দেশের সম্পর্কে জমে থাকা ক্ষোভ, উদ্বেগ ও রাজনৈতিক মতপার্থক্যের বিস্ফোরণ ঘটাল। কেকেআর মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে ৯ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে শামিল করেছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অনবদ্য বোলিং পারফরম্যান্স- এর কারণে তাঁর পিছনে মোটা টাকা খরচ করেছিল কেকেআর। সম্প্রতি, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ এবং সীমান্ত উত্তেজনার আবহে বিসিসিআই (BCCI) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
মুস্তাফিজ ইস্যুতে দিলীপ ঘোষের বক্তব্য

যদিও বাংলাদেশী তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যদিকে মুস্তাফিজুরের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তে বেশ খুশি হয়েছে হিন্দু পরিষদ, বিজেপি ও আরএসএসের বেশ কিছু বিশিষ্ট লোক। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যে বিসিসিআইকে ধন্যবাদ জানান। মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ মর্মাহত।” তাঁর মতে, দ্রুত নির্বাচন ও স্থিতিশীল সরকার গঠনই বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। তাঁর দাবি, যারা ভারতের বিরুদ্ধে কাজ করে, তাদের এখানে খেলতে দেওয়া উচিত নয়। পাকিস্তানি ক্রিকেটারদের নিষেধাজ্ঞার উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে খোকন দাস হত্যাকাণ্ড।
মুস্তাফিজুরকে ছাড়তে হবে কেকেআরকে

গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের ব্যবসায়ী খোকন দাসকে কুপিয়ে, গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ৩ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এই ঘটনার খবর প্রকাশ্যে আসার কিছু সময়ের মধ্যেই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানা যায়। বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খুশি করতেই কেকেআর মুস্তাফিজকে নিয়েছিল। যদিও এই অভিযোগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়াও রয়েছে। অন্যদিকে অবশ্য বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে অন্য খেলোয়াড়কে নেওয়ার পরামর্শ দিয়েছে। নিলামের মঞ্চে অবিকৃত খেলোয়াড়দের মধ্যেই নাইট রাইডার্স কে বেছে নিতে হবে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট।