ভুল থেকে শিক্ষা নিলেন না লখনৌ সুপার জায়ান্টস দলের তারকা স্পিনার দিগ্বেশ রাঠি। আবারও একবার আইপিএল ২০২৫’এর (IPL 2025) মঞ্চে ‘নোটবুক সেলিব্রেশন’ করে বিপদের মুখে পড়লেন তারকা এই স্পিনার। এই প্রথম নয়, আগেও নিজের ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্য বিপদের মুখে পড়েছিলেন রাঠি। সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টস দুই দলের লড়াইয়ে আবার একবার ‘নোটবুক’ সেলিব্রেশন করে দেখালেন তরুণ তারকা দিগ্বেশ। তার এই সেলিব্রেশনের জন্য আবার একবার বোর্ডের থেকে কড়া শাস্তি পেতে হলো।
শুরু হয় অভিষেক-দিগ্বেশের তুমুল বচসা

প্রসঙ্গত, সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে আউট করার পর অসভ্যতা করেছেন দিগ্বেশ। এই ফরম্যাটে আগ্রাসী ব্যাটিং করে থাকেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। গতকাল রান তাড়া করতে এসে তিনিও আগ্রাসী ব্যাটিং করছিলেন। মাত্র ১৮ বলেই অর্ধশতরান পূর্ণ করেছিলেন তিনি। অভিষেকের দাপট থামাতে লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) বল তুলে দেন তার ইনফর্ম স্পিনার দিগ্বেশের হাতে। তৃতীয় বলে অভিষেককে আউট করেন দিগ্বেশ। আর এর পরেই শুরু হয় বিতর্ক। অভিষেককে আউট করেই তাঁকে হাত নাড়িয়ে সাজঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। আর তারপরেই ‘নোটবুক সেলিব্রেশন’ করেন দিগ্বেশ। তবে, নাটক এখানে থামেনি, মাঠ ছাড়তে গিয়েও রাঠি আবার তাকে কিছু বলেন না শুনে থমকে দাঁড়ান অভিষেক।
Read More: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!
দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বাকবিতন্ডা চলছিল। আম্পায়াররা পরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং বিষয়টির মিটমাট হয়ে যায়। তবে, খেলা চলাকালীন আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য বিসিসিআই দিগ্বেশ রাঠিকে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই মরশুমে তৃতীয়বারের মতো আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য দিগ্বেশকে দোষী সাব্যস্ত করেছে। তাই, এই মুখ্য স্পিনারকে ৫০ শতাংশ ম্যাচ ফির জরিমানা করেছে এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লখনৌয়ের পরবর্তী ম্যাচে তাকে নিষিদ্ধও করা হয়েছে।
জরিমানা হলো রাঠি-অভিষেক দুজনেরই

এই বিষয়ে আইপিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই মরশুমে এটি দিগ্বেশ রাঠির তৃতীয় লেভেল ১ অপরাধ ছিল। তিনি আগে তিনটি ডিমেরিট পয়েন্ট সংগ্রহ করেছেন এবং সানরাইজার্সের বিরুদ্ধে আরও দুটি ডিমেরিট পয়েন্ট অর্জন করেছেন। পাঁচটি ডিমেরেটে পয়েন্ট অর্জন করার জন্য দিগ্বেশ রাঠিকে আগামী ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে।” দিগ্বেশকে এখন ২২ মে ২০২৫ তারিখে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এলএসজির পরবর্তী খেলার জন্য নিষিদ্ধ করা হবে। আগে দিগ্বেশ ১ এপ্রিল, ২০২৫ তারিখে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে তার প্রথম ডিমেরিট পয়েন্ট অর্জন করেন এবং ৪ এপ্রিল, ২০২৫ তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে আরও দুটি ডিমেরিট পয়েন্ট অর্জন করে ছিলেন। পাশাপশি, আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য অভিষেক শর্মাকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।