লাভের থেকে ক্ষতি বেশি, আইপিএলের পর DPL'ও দিগ্বেশ রাঠির জরিমানায় মাথায় হাত কর্মকর্তাদের !! 1

দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League) বর্তমানে একাধিক তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ তারকাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের জন্য‌ও ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই বছর আইপিএলেও (IPL 2025) একাধিক তরুণ ক্রিকেটার জনপ্রিয়তা লাভ করেছে। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), প্রিয়াংশ আর্য (Priyansh Arya) তাদের মধ্যে অন্যতম। এর সঙ্গেই দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্রিকেট ভক্তদের চর্চার মধ্যে ছিলেন। এবার দিল্লি প্রিমিয়ার লিগেও আবার‌ও আলোচনায় উঠে এলেন তিনি। দলের কর্মকর্তাদের রীতিমতো ডোবালেন এই তারকা।

Read More: এশিয়া কাপের জন্য দুবাই রওয়ানা হচ্ছে টিম ইন্ডিয়া, যাচ্ছেন না জয়সওয়াল-রিয়ান সহ এই তারকারা !!

বিতর্কে জড়ালেন দিগ্বেশ-

লাভের থেকে ক্ষতি বেশি, আইপিএলের পর DPL'ও দিগ্বেশ রাঠির জরিমানায় মাথায় হাত কর্মকর্তাদের !! 2
Digvesh Rathi and Nitish Rana | Images: Twitter

শুক্রবার দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2025) এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছিল দিল্লি সুপারস্টারজ (South Delhi Superstarz) ও ওয়েস্ট দিল্লি লায়ন্স (West Delhi Lions)। এই ম্যাচেই উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নীতিশ রানা (Nitish Rana) এবং দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। সাউথ দিল্লির দেওয়া ২০২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন নীতিশ। তিনি একাই দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল বিপক্ষ দল।

দ্বিতীয় ইনিংসে অষ্টম তম ওভারে বোলিং করতে এসেছিলেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। এই ওভারে নীতিশ তার বিরুদ্ধে একটি বাউন্ডারির সঙ্গে ৩ টি পরপর ছক্কা হাঁকান। দিগ্বেশের পরবর্তী ওভারে আবারও ১ টি চার এবং ২ ছয় মেরে চাপ সৃষ্টি করেন তিনি। এই রকম পরিস্থিতির মধ্যে দুইজনেই উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে আম্পায়ার এবং সতীর্থদের হস্তক্ষেপ করতে হয়। উল্লেখ্য এই ম্যাচে রানা ৫৫ বলে ১৩৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

দিগ্বেশের জরিমানা-

লাভের থেকে ক্ষতি বেশি, আইপিএলের পর DPL'ও দিগ্বেশ রাঠির জরিমানায় মাথায় হাত কর্মকর্তাদের !! 3
Digvesh Rathi and Nitish Rana | Images: Twitter

এই বছর আইপিএলেও (IPL 2025) বারবার বিতর্কের মধ্যে জড়িয়ে ছিলেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। তাকে একাধিকবার জরিমানা করা হয়। এমনকি একটি ম্যাচে নিষিদ্ধ পর্যন্ত করে দেওয়া হয়েছিল। দিল্লি প্রিমিয়ার লিগেও (DPL 2025) এবার আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তির মুখে পড়লেন এই তরকা স্পিনার। আচরণবিধির দ্বিতীয় পর্যায় লঙ্ঘন করার জন্য তাকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। উল্লেখ্য এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার দিগ্বেশ।

তাকে ৩৮ লাখ টাকা দিয়ে কিনেছিলেন কর্মকর্তারা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত হতাশাজনক পারফর্ম্যান্স করেছেন এই স্পিনার। ২৩ ওভারে ২৩৪ রান খরচ করে মাত্র ৪ টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে এবার দিগ্বেশের (Digvesh Rathi) জরিমানা হ‌ওয়ায় চিন্তায় কর্মকর্তারা। লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি বলে উল্লেখ করছেন নেটিজেনরা। উল্লেখ্য এই ঘটনার জন্য আচরণবিধির পর্যায় ১ লঙ্ঘন করার কারণে নীতিশ রানাকেও (Nitish Rana) ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Read Also: ‘অমানুষের কাজ..’, হরভজনের চড় মারার নতুন ভিডিও ভাইরাল হতেই সরব হলেন শ্রীশান্তের স্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *