আবারও শাস্তির মুখে দিগ্বেশ রাঠি, MI'র বিপক্ষে নিয়ম না মানায় দিতে হচ্ছে বিপুল পরিমাণ জরিমানা !! 1

IPL 2025: এই বছর আইপিএলে লখ‌ন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বিভিন্ন কারণে আলোচনার মধ্যে রয়েছে‌। ইতিমধ্যেই ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় পেয়েছে ঋষভ পান্থের (Rishabh Pant) দল। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১২ রানে জয় ছিনিয়ে নিয়েছে তারা। তবে দলের তরুণ স্পিনার দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) আবারও ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়লেন। এই ক্রিকেটারকে করা হয়েছে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা।‌

আবারও শাস্তির মুখে দিগ্বেশ রাঠি-

আবারও শাস্তির মুখে দিগ্বেশ রাঠি, MI'র বিপক্ষে নিয়ম না মানায় দিতে হচ্ছে বিপুল পরিমাণ জরিমানা !! 2
LSG vs MI | Image: Getty Images

পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রিয়াংশ আর্যকে (Priyansh Arya) আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’-এ মেতে উঠেছিলেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। এই উদযাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে আইপিএলের আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল তাকে। এই স্পিনারকে দিতে হয়েছিল ১ লক্ষ্য ৮৭ হাজার টাকা।‌ কিন্তু শাস্তির মুখে পড়েও হুঁস ফেরেনি দিগ্বেশের। গতকাল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। দ্বিতীয় ইনিংসের নবম ওভারে নমন ধীরকে (Naman Dhir) আউট করার পর এই লখন‌উ স্পিনার আবারও ‘নোটবুক সেলিব্রেশন’-এ নিজের উচ্ছাস প্রকাশ করেন।

Read More: PBKS vs RR: বাদ যশস্বী, ওপেনার হিসেবে রাজস্থানকে বাড়তি ভরসা দিতে আসছেন এই তারকা ব্যাটসম্যান !!

বিপুল পরিমাণ আর্থিক জরিমানা-

আবারও শাস্তির মুখে দিগ্বেশ রাঠি, MI'র বিপক্ষে নিয়ম না মানায় দিতে হচ্ছে বিপুল পরিমাণ জরিমানা !! 3
Digvesh Rathi and Rishabh Pant | Image: Getty Images

এই অপ্রত্যাশিত ঘটনা ম্যাচ আম্পায়ার জগভাল শ্রীনাথের চোখ এড়িয়ে যাইনি। এবার আইপিএলের আচরণবিধির নিয়ম না মানায় দিগ্বেশ রাঠিকে (Digvesh Rathi) ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ্যাৎ সব মিলিয়ে এই বছর আইপিএলে এখনও পর্যন্ত এই স্পিনারকে দিতে হচ্ছে ৫ লক্ষ ৬২ হাজার টাকা। উল্লেখ্য এই বছর মেগা নিলামে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দিগ্বেশ রাঠিকে (Digvesh Rathi) দলে নিয়েছিল ল‌খন‌উ সুপার জায়ান্টস (LSG)। এর সঙ্গেই ২ টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই তরুণ স্পিনার। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে স্লো ওভার রেটের অপরাধে অভিযুক্ত হয়েছেন ‌লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)। ফলে এই তারকা ব্যাটসম্যানকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Also Read: হার্দিক পান্ডিয়ার কান্ড দেখে রেগে আগুন আকাশ আম্বানি, ভাইরাল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *