সাম্প্রতিক সময় আইপিএলের (IPL 2025) মঞ্চে একাধিক তরুণ ক্রিকেটারদের অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে। গুজরাট টাইটান্সের (GT) হয়ে আইপিএলে নেতৃত্ব দেওয়ার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে এই বছর চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR)। সঞ্জু স্যামসনের (Sanju Samson) অনুপস্থিতিতে এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তরুণ ব্যাটসম্যান রিয়ান পরাগকেও (Riyan Parag) অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এবার ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে রাজস্থানের নতুন অধিনায়ক বিষয়ে পোস্ট সামনে এলো।
Read More: ক্যাপ্টেন MI’এর খেলোয়াড়, বাদ পড়লেন RCB’এর হিরো, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড !!
অধিনায়ক হলেন ধ্রুব জুরেল-

উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের পরিচিত মুখ হয়ে উঠেছেন। শেষ ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে হওয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলের অংশ ছিলেন। এর আগে রাজস্থানের (RR) হয়ে এই বছর আইপিএলে (IPL 2025) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৩৩৩ রান সংগ্রহ করেন তিনি। এবার ২০২৬ আইপিএলের আগে রাজস্থান রয়্যালসের (RR) ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) নিয়ে করা একটি পোস্ট সামনে এসেছে।
যেখানে লেখা আছে, “একজন তো থাকবেই যিনি স্ট্যাম্পের পিছন থেকে ম্যাচের রঙ বদলে দেবেন। ক্যাপ্টেন ধ্রুব জুরেল।” এরপরই ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়। তবে তিনি রাজস্থানের হয়ে নয় আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) সেন্ট্রাল জোনের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন। এই দলের হয়ে খেলতে দেখা যাবে রজত পাটিদার (Rajat Patidar), কুলদীপ যাদব (Kuldeep Yadav), দীপক চাহারের (Deepak Chahar) মতো ক্রিকেটারকে। অন্যদিকে এই বছর দলীপ ট্রফিতে নর্থ জোনের হয়ে নেতৃত্ব দিতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। এছাড়াও সাউথ জোনের হয়ে তিলক বর্মা (Tilak Varma), ওয়েস্ট জোনের হয়ে শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং ইস্ট জোনের হয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন।
রাজস্থান ছাড়ছেন সঞ্জু-

এই বছর আইপিএল শুরুর আগে থেকেই সঞ্জু স্যামসন (Sanju Samson) চোট সমস্যার মধ্যে ছিলেন। এরপর টুর্নামেন্ট চলাকালীন পাঁজরে চোট পান। ফলে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে চলে যান তিনি। ব্যাট হাতে ৯ ম্যাচে ২৮৫ রান সংগ্রহ করেন এই তারকা ব্যাটসম্যান। এবার ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে সঞ্জু রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই তরকা উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, “রাজস্থান আমাকে সুযোগ দিয়েছে। আমি এই দলের হয়ে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। সব সময় দল আমার ওপর আস্থা রেখেছে। রাজস্থান রয়্যালসের সদস্য হতে পেরে আমি কৃতজ্ঞ।” উল্লেখ্য সঞ্জু স্যামসনকে (Sanju Samson) চেন্নাই সুপার কিংস (CSK) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মতো দল নেওয়ার জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু রাজস্থান এখনই তাকে ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।