টিম ইন্ডিয়ায় খাওয়া শেষ ঋষভ পন্থের, এই তারকা ছিনিয়ে নেবেন জায়গা !! 1

২ অক্টোবর, বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের কথা বলতে গেলে, প্রথম দিনে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে গেছিয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় দল উইন্ডিজ দলকে ৪৪.১ ওভারের মধ্যে অলআউট করে দেয় এবং ব্যাটিং করতে এসে ভারত এখন ভালো পর্যায়ে রয়েছে। উইন্ডিজ দলকে সহজেই এই টেস্টে হারিয়ে দিতে পারে টিম ইন্ডিয়া। তবে, এই টেস্ট সিরিজে দলে ঠাঁই হয়নি ভারতের সেরা টেস্ট উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। পন্থ আবার এই দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন। তবে এই সিরিজে না থাকার জন্য এই দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখতে পাওয়া যাবে রবীন্দ্র জাদেজাকে।

চোটের কারণে দলে জায়গা নেই পন্থের

Rishabh pant, পন্থ
Rishabh Pant | Image: Twitter

ভারতীয় দলের কথা বলতে গেলে, এই টেস্টে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুড়েল ও নারায়ণ জগদীশনকে দেখতে পাওয়া যাচ্ছে। তবে, প্রথম টেস্টে ধ্রুব জুড়েলই খেলার সুযোগ পেলেন। চোট পাওয়া ঋষভ পন্থের বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি, আর সেই সুযোগ কাজে লাগাতে সময় নিলেন মাত্র কয়েক মিনিট। ম্যাচের তৃতীয় ওভারেই মোহাম্মদ সিরাজের লেগ সাইডের একটি বল তেগনারিন চন্দরপলের ব্যাটের কানায় লেগে স্লিপ অঞ্চলের দিকে যায়। সেখান থেকে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বামদিকে ডাইভ দিয়ে জুরেল এমন এক চমকপ্রদ ক্যাচ ধরেন। তাঁর এই দুর্দান্ত মুহূর্তটি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

উড়ন্ত পাখির মতন ভেসে ক্যাচটি লুপে নেন তিনি। এই প্রথম নয় এরপর ইনিংসের শেষ দিকে আবার নজরে উঠে আসেন জুড়েল। এবার জসপ্রীত বুমরাহর বলে জন ক্যাম্পবেলকে আউট করে তার দুর্দান্ত গ্লাভসওয়ার্কের ছাপ রাখেন। জুড়েলের এই পারফরম্যান্স কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে জুড়েল ও পন্থের মধ্যে। জুড়েল যদি এভাবে উইকেট কিপিংয়ের পাশাপশি ব্যাটিং করতে পারেন তাহলে পন্থের দলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হতে পারে।

চাপের মুখে উইন্ডিজ দল

টিম ইন্ডিয়ায় খাওয়া শেষ ঋষভ পন্থের, এই তারকা ছিনিয়ে নেবেন জায়গা !! 2
Team India | Image: Getty Images

আজ ভারত উইন্ডিজদের প্রথম টেস্টে কথা বলতে গেলে টস হেরে প্রথমে বোলিং করত এসে ভারতের শুরুটা অসাধারণ ছিল। ভারতের সামনে ১৬২ রানেই গুটিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। উইন্ডিজদের পক্ষ থেকে সর্বাধিক ৩২ রানের ইনিংসটি খেলেন জাস্টিন গ্রেভস। ২৬ রানের ইনিংস খেলেন সাই হোপ। ৪৩ বলে ২৪ রান বানন ক্যাপ্টেন রোস্টন চেজ। ভারতের হয়ে সর্বাধিক ৪ উইকেট পান মোহম্মদ সিরাজ, ৩ উইকেট নেন বুমরাহ, ২ উইকেট নেন কুলদীপ এবং ১ উইকেট পান সুন্দর।

Read Also: লটারি লাগলো এই তারকা’র, হঠাৎই টিম ইন্ডিয়াতে পেলেন ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *