ধোনির ব্যবসায়িক বন্ধ জানালেন কেনো মাহী নিলেন অবসর, এখন করবেন এই কাজ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হঠাত করেই ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। যদিও এটা পরিস্কার যে তিনি আইপিএল ২০২০তে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করবেন। কিন্তু এখন তার বিজনেস পার্টনার এবং বন্ধু অরুণ পাণ্ডে জানিয়েছেন যে এছাড়া মাহি কী করতে পারেন। তার মতে মাহি এখন আর্মির সঙ্গে বেশি সময় কাটাবেন।

সেনার সঙ্গে কাটাবেন বেশি সময়

ধোনির ব্যবসায়িক বন্ধু জানালেন মাহির অবসর নেওয়ার কারণ, করবেন এই কাজ 1

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ধোনির সেনার প্রতি আকর্ষণ কারও কাছে লুকোনো নেই। বিশ্বকাপ ২০১৯ এ সেমিফাইনালে পাওয়ার হারের পরও মাহি ২ মাসের ব্রেক ঘোষণা করেছিলেন। যারপর তিনি আর্মির সঙ্গে কিছু সময় কাটিয়েছিলেন। এখন যখন মাহি আন্তর্জাতিক ক্রিকেটের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন তো তার বন্ধু এবং বিজনেস পার্টনার অরুণ পাণ্ডের মতে তিনি আর্মির সঙ্গে বেশি সময় কাটাবেন। এমএসকে বিশ্বকাপ ২০১১ জেতার পর লেফটেনেন্ট কর্ণেলের র‍্যাঙ্ক দিয়ে সম্মানিত করা হয়েছিল। অরুণ পাণ্ডে পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন,

“যেহেতু ১৫ আগষ্ট সেনার জন্য বিশেষ দিন, ও (ধোনি) ওই দৃষ্টিভঙ্গিতেও ভেবে থাকবেন। টি-২০ বিশ্বকাপের স্থগিত হওয়া নিশ্চিতভাবে এর একটি কারণ হবে কারণ ও এর জন্য পরিকল্পনা করেছিল। একটা কথা নিশ্চিত যে ও সেনার সঙ্গে বেশি সময় কাটাবে। ও নিজের বানিজ্যিক কাজকর্ম আর অন্য প্রতিবদ্ধতার জন্যও সময় দেবেন। আমরা দ্রুতই বসব আর ভবিষ্যতের রাস্তা ঠিক করব”।

অবসরের পরও ধোনির ব্র্যান্ড ভ্যালুতে প্রভাব পড়বে না

ধোনির ব্যবসায়িক বন্ধু জানালেন মাহির অবসর নেওয়ার কারণ, করবেন এই কাজ 2

মাহি স্বাধীনতার দিবসে নিজের ১৭ বছরের সফল কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। এরপর চারদিকে মাহির আলোচনাই চলছে। যদিও প্রায়ই খেলোয়াড়দের বিষয়ে দেখা যায় যে অবসরের পর তাদের ব্র্যাণ্ড ভ্যালু কমে যায়। কিন্তু তার বিজনেস পার্টনারের মতে ধোনির সঙ্গে এমনটা হবে না। এই ব্যাপারে তিনি বলেন,

“বিশ্বকাপের (জুলাই ২০১৯এ) পর থেকে আমরা ১০টি নতুন ব্র্যান্ডের সঙ্গে কানেক্ট করেছি। এটা বাড়তে থাকবে কারণ ধোনি শুধু একজন ক্রিকেটার নন, ও একজন যুব আইকন। এমন বেশিরভাগ ব্যাপারে অবসরের পর প্রভাব পরে, কিন্তু ধোনির কথা আলাদা। ওর কৃতিত্ব ব্যক্তিগত নয়, ওর কৃতিত্ব দলের জন্য আর দেশের জন্য”।</strong

>

২-৩ বছর পর্যন্ত খেলবেন আইপিএল

ধোনির ব্যবসায়িক বন্ধু জানালেন মাহির অবসর নেওয়ার কারণ, করবেন এই কাজ 3

করোনা ভাইরাসের কারণে আইপিএল ২০২০র আয়োজন ইউএইতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যার প্রস্তুতির জন্য মাহি চেন্নাইতে শুরু হওয়া শিবিরে অংশ নিচ্ছেন। এখন অরুণ আগে ধোনির সিএসকেতে খেলা নিয়ে বলেন,

“ও কম সে কম আরও কিছু বছর খেলবেন। অবসরের কারণে ও এখন মানসিকভাবে মুক্ত। ওর এই সিদ্ধান্তের পেছনে নিশ্চিতভাবেই টি-২০ বিশ্বকাপের স্থগিত হওয়া একটা বড়ো কারণ থেকেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *