টলিউডের অন্যতম ” সুপারস্টার ” তিনি। গোটা বছর টাই তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটে তা বলে বিশ্বকাপে দেশের খেলায় নজর আছে তার। মজে আছে তার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির খেলায়।এমনকি ফেসবুকে স্টোরিতেও নিজের প্রিয় ক্রিকেটারের ছবি পোস্ট করলেন তিনি।
এবছর বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছে ভারত।গত ৫ ই জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে উড়িয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বিরাট কোহলির ভারত। ১৯৮৩ এর কপিল দেবের ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের পর এইবার ফের বিরাটের কাছে সুযোগ রয়েছে আরও একবার ইংল্যান্ডের মাটিতেই ক্রিকেট বিশ্বকাপে সেরার শিরোপা মাথায় তোলার। আগামী ১৪ ই জুলাই লর্ডসের ব্যালকনিতে বিরাটের হাতে ট্রফি দেখতে ইতিমধ্যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে গোটা ভারতবাসী।
২০১১ এর বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন বিরাট। তখনও তিনি আজকের বিরাট হয়ে ওঠেননি। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙে ইতিমধ্যে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি। নিঃসন্দেহে পরবর্তী সময়ে আরেক ভারতীয় ক্রিকেট কিংবদন্তী কে আমরা পেতে চলেছি তা আর বলার অপেক্ষা রাখেনা।
এই মুহূর্তে বিশ্বকাপের মন্চে এখন অপরাজিত বিরাটরা। তাদের বিজয় রথ থামাতে পারছে কোনও দল। যদিও শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল বিরাটদের।
এদিন রাশিদদের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে প্রথম বারের মতো ব্যার্থতার মুখ দেখে ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিরাট। যদিও ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত রোহিত শর্মার আউট হওয়াতে। এরপর হঠাৎই একের পর এক ভারতীয় ব্যাটসম্যানেরা ফিরতে থাকে ড্রেসিংরুমে। এক্ষেত্রে কুর্নিশ জানাতেই হয় আফগান বোলারদের।নাইবদের বিপক্ষে এদিন ২২৪ রানের ইনিংস শেষ করে বিরাটরা।
জবাবে ব্যাট করতে নেমে এদিন অঘটন ঘটতেই পারতো আফগানিস্তান, যদিনা শেষ ওভারে এমন দুরন্ত হ্যাটট্রিক না করতেন মহম্মদ শামি। শেষ ওভারে প্রয়োজন ১৬ রান। ঠিক এমন একটি মুহূর্তে হ্যাটট্রিক করে ম্যাচ ভারতকে জিতিয়ে দেয় শামি। ম্যাচ হারলেও এদিন সকলের মন জয় করে নেয় রাশিদরা।
এতো কম রান নিয়ে ডিফেন্ড করতে নেমে শেষ অবধি এক অসাধারণ বোলিং পারফরম্যান্স করলেন ভারতীয় বোলাররা।ম্যাচের শেষ দুই ওভারে বুমরাহ এবং শামির বোলিংয়ে শেষ হয়ে যায় আফগানিস্তান। ১৯৮৭ এর পর ফের বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন মহম্মদ শামি। শেষে ২১৩ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। আগামী কাল অর্থাৎ ২৭ শে জুন, ম্যানচেস্টারে পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত।
অন্যদিকে এবছর এখনো অবধি দুটো ছবি মুক্তি পেয়েছে টলিউডের অন্যতম সুপারস্টার জিৎ এর। “বাচ্চা শ্বশুর ” এবং ” শেষ থেকে শুরু ” নামের সেই দুটি ছবি বক্স অফিসে দারুণ সাফলতা লাভ করেছে।